ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

পতনের মধ্যে তিন খাতের শেয়ার লেনদেন বৃদ্ধি

২০২৬ জানুয়ারি ০৫ ১৬:৩৬:০৪
পতনের মধ্যে তিন খাতের শেয়ার লেনদেন বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার (০৫ জানুয়ারি, ২০২৬) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৫ পয়েন্টে। একই সঙ্গে মোট লেনদেন প্রায় ৫১ কোটি ৬০ লাখ টাকায় হ্রাস পেয়েছে।

তবে পতনের মাঝেও তিনটি খাতের শেয়ার লেনদেন বৃদ্ধি পেয়েছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৪৮৬ কোটি ৮১ লাখ টাকা। এদের মধ্যে লেনদেন বৃদ্ধি পাওয়া খাতগুলো হলো—বস্ত্র, জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স। এই তিন খাতের লেনদেনের পরিমাণ প্রায় ১৫৬ কোটি ৪২ লাখ টাকা, যা মোট লেনদেনের প্রায় ৩২.১৯ শতাংশ।

খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার অঙ্কে লেনদেন হয়েছে বস্ত্র খাতে। এদিন এই খাতে মোট লেনদেন দাঁড়িয়েছে প্রায় ৭১ কোটি ১০ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৫.২৯ শতাংশ। বস্ত্র খাতের কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে মালেক স্পিনিংয়ে, যা প্রায় ১৩ কোটি ৯১ লাখ ৯২ হাজার টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। এদিন এই খাতে মোট লেনদেন দাঁড়িয়েছে ৬৩ কোটি ১০ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৩.৫৭ শতাংশ। খাতের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সে, প্রায় ১৩ কোটি ৬৮ লাখ ৪২ হাজার টাকা।

তৃতীয় অবস্থানে আছে লাইফ ইন্স্যুরেন্স খাত। আজ এ খাতে মোট লেনদেন হয়েছে ২২ কোটি ২১ লাখ টাকা, যা মোট লেনদেনের ৪.৭৮ শতাংশ। খাতের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারে, যা প্রায় ৪ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার টাকা।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে