ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

ইতিবাচক বাজারে তিন খাতেই পুরোপুরি সবুজ

২০২৬ জানুয়ারি ০৭ ১৬:৪৬:৪৮
ইতিবাচক বাজারে তিন খাতেই পুরোপুরি সবুজ

নিজস্ব প্রতিবেদক : টানা দুই কার্যদিবসের পতনের পর বুধবার (৭ জানুয়ারি, ২০২৬) সূচকের উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৩ পয়েন্টে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়ার সঙ্গে সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। বাজারের এই ইতিবাচক পরিবেশে ডিএসইতে তিনটি খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

দর বৃদ্ধিতে শতভাগ সাফল্য পাওয়া খাতগুলো হলো— টেলিকমিউনিকেশন, কাগজ ও প্রকাশনা এবং ভ্রমণ ও অবকাশ।

টেলিকমিউনিকেশন খাতের তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার দরই এদিন ঊর্ধ্বমুখী ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানির। লেনদেনের দিনে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ১ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩১ টাকা ৬০ পয়সায়। এদিন শেয়ারটির দর ১২৮ টাকা ৫০ পয়সা থেকে ১৩৩ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৭ হাজার টাকা।

এই খাতের অন্য দুটি কোম্পানির মধ্যে রবি আজিয়াটা শেয়ার দর ৫০ পয়সা বা ১ দশমিক ৭২ শতাংশ এবং গ্রামীণফোন শেয়ার দর ৮০ পয়সা বা ০ দশমিক ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কাগজ ও প্রকাশনা খাতের ছয়টি কোম্পানির শেয়ার দরই এদিন বেড়েছে। এর মধ্যে সর্বাধিক দর বৃদ্ধি পেয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৪ দশমিক ৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৭০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ১২ টাকা ২০ পয়সা থেকে ১৪ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৯৩ লাখ ৮১ হাজার টাকা।

এই খাতের অন্য কোম্পানিগুলোর মধ্যে হাক্কানি পাল্পের শেয়ার দর ১ টাকা বা ১ দশমিক ৪২ শতাংশ, সোনালী পেপারের ৩ টাকা ১০ পয়সা বা ১ দশমিক ৩৭ শতাংশ, মনোস্পুল বিডির ৯০ পয়সা বা ০ দশমিক ৯২ শতাংশ, বসুন্ধরা পেপারের ১০ পয়সা বা ০ দশমিক ৪১ শতাংশ এবং মাগুরা মাল্টিপ্লেক্সের শেয়ার দর ১০ পয়সা বা ০ দশমিক ২৪ শতাংশ বেড়েছে।

ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত পাঁচটির মধ্যে লেনদেনে অংশ নেওয়া চারটি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে পেনিনসুলার শেয়ারে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ২ দশমিক ৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা ৭০ পয়সায়। লেনদেনের সময় শেয়ারটির দর ১৮ টাকা ৩০ পয়সা থেকে ১৮ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৪ লাখ ৭১ হাজার টাকা।

অন্য তিন কোম্পানির মধ্যে বেস্ট হোল্ডিংসের শেয়ার দর ২০ পয়সা বা ১ দশমিক ৭৭ শতাংশ, ইউনিক হোটেলের ২০ পয়সা বা ০ দশমিক ৫২ শতাংশ এবং সি পার্ল হোটেলের শেয়ার দর ১০ পয়সা বা ০ দশমিক ৩১ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে