ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

ডিএসইর মার্কেট মুভারে যুক্ত হলো নতুন পাঁচ কোম্পানি

২০২৬ জানুয়ারি ০৫ ১৬:১৪:১৪
ডিএসইর মার্কেট মুভারে যুক্ত হলো নতুন পাঁচ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: সূচকের উত্থানের মধ্য দিয়ে আজ সোমবার (০৫ জানুয়ারি, ২০২৬) দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। যদিও এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর লেনদেন তালিকা বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন পাঁচটি কোম্পানি।

ডিএসইর বাজার পর্যালোচনা অনুযায়ী, আজ মার্কেট মুভারে থাকা কোম্পানিগুলো হলো—মালেক স্পিনিং, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং রহিমা ফুড।

এই পাঁচ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মালেক স্পিনিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ৯১ লাখ ৯২ হাজার টাকা। এদিন মালেক স্পিনিংয়ের শেয়ার দর ৪০ পয়সা বা ১.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৩০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ৩০ টাকা থেকে সর্বোচ্চ ৩১ টাকা ২০ পয়সা পর্যন্ত ওঠানামা করে।

লেনদেনের পরিমাণে দ্বিতীয় অবস্থানে ছিল সেন্ট্রাল ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৮ লাখ ৪২ হাজার টাকা। এদিন শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৪.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩০ পয়সায়। লেনদেনের সময় দর ওঠানামা করেছে ৪২ টাকা ৫০ পয়সা থেকে ৪৫ টাকা ৪০ পয়সার মধ্যে।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি ৭৮ লাখ ২৭ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৬.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ৫০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ১৮ টাকা ২০ পয়সা থেকে ২০ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে।

অন্য দুই কোম্পানির মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৩০ লাখ ৪৭ হাজার টাকা এবং রহিমা ফুডের লেনদেন দাঁড়িয়েছে ৮ কোটি ১০ লাখ ৫৫ হাজার টাকা।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে