ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

‘জুলাইযোদ্ধা’ তাহরিমা কাণ্ডে নতুন মোড় 

২০২৬ জানুয়ারি ০৫ ১৫:৩৪:৩৭
‘জুলাইযোদ্ধা’ তাহরিমা কাণ্ডে নতুন মোড় 

নিজস্ব প্রতিবেদক : ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সুরভীর আইনজীবী রাশেদ খান।

এর আগে গত ২৫ ডিসেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে তাহরিমা জামান সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশ সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলায় জড়ানোর হুমকি দিয়ে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র তার কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে।

তদন্তে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত তাহরিমা জামান সুরভী ওই চক্রের নেতৃত্বে ছিলেন। একই চক্র ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে মোট প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে বলেও দাবি করা হয়।

প্রাথমিক প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছিল, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় আসামি বানানোর ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। গ্রেপ্তার ও পুলিশি হয়রানির হুমকির পাশাপাশি ‘সমঝোতা’ করে দেওয়ার আশ্বাস দিয়েও বড় অঙ্কের টাকা নেওয়া হয়।

তবে মামলার নথিপত্র পর্যালোচনায় কিছু ক্ষেত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের সঙ্গে মামলার বাদীর দাখিল করা এজাহারের পুরোপুরি মিল নেই।

কালিয়াকৈর থানায় দায়ের করা মামলাটি করা হয় ২০২৫ সালের ২৬ নভেম্বর। মামলায় দণ্ডবিধির ৩৪২ (অবৈধ আটক), ৩২৩ (আঘাত), ৩৮৫ ও ৩৮৬ (চাঁদাবাজি), ৩৭৯ (চুরি) এবং ৫০৬ (ভয়ভীতি প্রদর্শন) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে