ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আংশিকভাবে স্থগিত ভারতীয় ভিসা কার্যক্রম

২০২৫ ডিসেম্বর ১৭ ১২:৩৩:০১
আংশিকভাবে স্থগিত ভারতীয় ভিসা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: চলমান পরিস্থিতি বিবেচনা করে আজ বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম আংশিকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ দুপুর ২টার পর কেন্দ্রটিতে আর কোনো সেবা দেওয়া হবে না।

এ বিষয়ে আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে কেন্দ্র বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ নির্ধারিত সময়ের পর সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে এবং আবেদনকারীদের আর সেবা দেওয়া সম্ভব হবে না।

এ ছাড়া যেসব আবেদনকারীর আজকের (বুধবার) জন্য ভিসা আবেদন স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্টদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে