ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হাদির ওপর হা-মলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, গ্রেফতার ১

২০২৫ ডিসেম্বর ১৪ ১০:১৯:১৭
হাদির ওপর হা-মলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হামলার ঘটনায় তদন্তে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে।

ওসি বলেন, র‍্যাব-২ অভিযান চালিয়ে আব্দুল হান্নানকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মোটরসাইকেল উদ্ধার প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, র‍্যাব শুধু গ্রেফতারকৃত ব্যক্তিকে আমাদের কাছে দিয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। বেলা আনুমানিক ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে