ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ফেসবুকে ছড়াল হাদির ওপর গুলিবর্ষণকারীর পরিচয়

২০২৫ ডিসেম্বর ১৩ ২২:২১:৪৪
ফেসবুকে ছড়াল হাদির ওপর গুলিবর্ষণকারীর পরিচয়

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর পরিচয় ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে তার নাম ও অতীত পরিচয় তুলে ধরলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে গুলিবর্ষণকারীর পরিচয় নিশ্চিত করেনি।

ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, যিনি দাউদ খান ও দাউদ ফয়সাল নামেও পরিচিত। পোস্টগুলোতে বলা হয়, তিনি ওয়াশিউ ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর এবং আদাবর শম্পা মার্কেটের পাশেই তার অফিস রয়েছে। রাজনৈতিক পরিচয়ের অংশ হিসেবে তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও কিছু পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, ফুটেজে দেখা যায় সন্দেহভাজন ব্যক্তি বাম হাতে গালে ভর দিয়ে বসে আছেন, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি বাঁহাতি। গুলিবর্ষণের সময় রিকশাটি তার বাম পাশে ছিল—এই তথ্য মিলিয়ে অনেকেই তাকে বাঁহাতি শুটার বলে অনুমান করছেন।

পোস্টে আরও দাবি করা হয়, ঘটনার আগের প্রায় এক সপ্তাহ ধরে ওই ব্যক্তি হাদির নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার নামে ইনকিলাব সেন্টারে নিয়মিত যাতায়াত করছিলেন। এমনকি তিনি সরাসরি নির্বাচনি জনসংযোগ কার্যক্রমেও যুক্ত ছিলেন বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে উল্লেখ করা হয়েছে।

যদিও এসব তথ্য ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করেনি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে পাওয়া দুটি ছবি বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে—গুলিবর্ষণকারী ব্যক্তি মতিঝিল এলাকায় হাদির নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছিল। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক ইউনিট মাঠে কাজ করছে এবং গোয়েন্দা সংস্থার সদস্যরাও অভিযানে যুক্ত রয়েছেন।

এদিকে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘দ্যা ডিডেন্ট’ জানিয়েছে, মোটরসাইকেলে থাকা দুই হামলাকারী ঘটনার দিন শুক্রবার দুপুরে মতিঝিল ওয়াপদা মাদরাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় মাস্ক পরা অবস্থায় হাদির সঙ্গে জনসংযোগে অংশ নিয়েছিল।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গুলিবর্ষণকারী দুইজনের মধ্যে একজনের পরনে ছিল কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং আকাশি রঙের প্যান্ট। অপরজনের গায়ে ছিল কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা এবং পায়ে চামড়া রঙের জুতা। হামলার সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির পোশাকের সঙ্গে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাকের মিল পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে