ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জীবন বীমার বাজিমাত, টেলিকম খাতে বড় ধস

২০২৫ ডিসেম্বর ১৩ ২২:০৫:৩৩
জীবন বীমার বাজিমাত, টেলিকম খাতে বড় ধস

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (৭–১১ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক পারফরম্যান্সে বড় ধরনের বৈচিত্র্য দেখা গেছে। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বিশ্লেষণ অনুযায়ী, সপ্তাহজুড়ে জীবন বীমা খাত ৭.৪ শতাংশ রিটার্ন নিয়ে শীর্ষস্থান দখল করেছে। বিপরীতে, টেলিযোগাযোগ খাত ২.৬ শতাংশ নেতিবাচক রিটার্ন নিয়ে সবচেয়ে বেশি দরপতনের মুখে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল জীবন বীমা খাতে। ধারাবাহিক দর বৃদ্ধির ফলে খাতটি বাজারে নেতৃত্ব দেয়। এর পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত, যেখানে সাপ্তাহিক রিটার্ন ছিল ৬.৪ শতাংশ।

এছাড়া অন্যান্য লাভজনক খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল পাট খাত, যেখানে রিটার্ন এসেছে ৬.২ শতাংশ। বস্ত্র খাত ৪.৯ শতাংশ, সেবা খাত ৪.৫ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাত ৪.১ শতাংশ এবং আর্থিক প্রতিষ্ঠান খাত ৪ শতাংশ রিটার্ন অর্জন করেছে। এসব খাতে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাজারে ইতিবাচক প্রবণতা বজায় রাখতে সহায়তা করেছে।

অন্যদিকে, পুরো সপ্তাহে টেলিযোগাযোগ খাত ছিল একমাত্র লোকসানি খাত। এ খাতে দরপতন হয়েছে ২.৬ শতাংশ। এছাড়া অপেক্ষাকৃত কম রিটার্ন এসেছে বিদ্যুৎ ও শক্তি খাতে, যেখানে রিটার্ন ছিল মাত্র ০.১ শতাংশ এবং বিবিধ খাতে রিটার্ন ছিল ০.৬ শতাংশ।

সাপ্তাহিক সেরা গেইনার ও লুজার

প্রতিষ্ঠানভিত্তিক পারফরম্যান্সে দেখা যায়, বিদায়ী সপ্তাহে জিলবাংলা সুগার মিলস (জেড ক্যাটাগরি) শেয়ারের দর ৬০.৩২ শতাংশ বেড়ে সাপ্তাহিক শীর্ষ গেইনারে পরিণত হয়েছে। এর পরেই রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, যার শেয়ারের দাম বেড়েছে ৫৭.৫৫ শতাংশ।

অন্যদিকে, সাপ্তাহিক টপ লুজারের তালিকায় শীর্ষে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং (জেড ক্যাটাগরি), যার শেয়ারের দর কমেছে ৪০ শতাংশ। উল্লেখযোগ্য বিষয় হলো, শীর্ষ ১০ লুজারের মধ্যে ৯টিই ছিল জেড ক্যাটাগরির কোম্পানি। এসবের মধ্যে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর আধিপত্য স্পষ্ট। লোকসানী তালিকায় রয়েছে ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, পিপলস লিজিং, ফাস ফাইন্যান্স, বিআইএফসি, জিএসপি ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স।

লেনদেনে শীর্ষে সিমটেক্স

সাপ্তাহিক লেনদেন পরিসংখ্যানে দেখা যায়, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ (এ ক্যাটাগরি) সর্বোচ্চ লেনদেনকারী শেয়ারের তালিকায় শীর্ষে রয়েছে। কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেনের পরিমাণ ছিল ১৮ কোটি ৭৯ লাখ টাকা, যা মোট লেনদেনের ৪.৫৭ শতাংশ। এর পরেই রয়েছে খান ব্রাদার্স পিপি ব্যাগ (বি ক্যাটাগরি), যার প্রতিদিন গড় লেনদেন ছিল ১৪ কোটি ৯৪ লাখ টাকা।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে