ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

উপদেষ্টা পরিষদে পরিবর্তন, তিন মন্ত্রণালয়ে নতুন মুখ

২০২৫ ডিসেম্বর ১২ ০৮:০৭:৫৯
উপদেষ্টা পরিষদে পরিবর্তন, তিন মন্ত্রণালয়ে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক: সরকারে দুই উপদেষ্টার পদত্যাগের পর উপদেষ্টা পরিষদের দায়িত্বসমূহ নতুনভাবে বণ্টন করা হয়েছে। গেজেট প্রকাশের মাধ্যমে তাদের হাতে থাকা তিন মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য উপদেষ্টাদের মধ্যে পুনর্বণ্টন করা হয়।

পদত্যাগী মাহফুজ আলমের দায়িত্ব থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নতুনভাবে পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। এর মাধ্যমে তিনি মন্ত্রণালয়টির দায়িত্বপ্রাপ্ত নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে আসিফ মাহমুদ যে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন—যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়—সেগুলোর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবার দেওয়া হয়েছে অধ্যাপক আসিফ নজরুলকে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে অর্পিত হয়েছে উপদেষ্টা আদিলুর রহমানের ওপর। তিনি এখন থেকে স্থানীয় সরকারের কার্যক্রম তদারকি করবেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা পরিষদের সদস্য আসিফ মাহমুদ ও মাহফুজ আলম তাদের পদত্যাগপত্র জমা দেন। এরপর থেকেই রদবদলের প্রক্রিয়া শুরু হয়।

গত বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে তিনজন ছাত্রনেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তখন নাহিদ ইসলাম পান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব, আর আসিফ মাহমুদ পান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পরবর্তী পুনর্বণ্টনে আসিফ মাহমুদ শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও পান।

মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব নেন। পরে দায়িত্ব বণ্টনের পরিবর্তনে তিনি পান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই সময়ে আসিফ মাহমুদ পান স্থানীয় সরকার মন্ত্রণালয়।

নাহিদ ইসলাম পরবর্তীতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দেন। আর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম।

তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ঘনালে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দ্রুতই পদ ছাড়বেন—এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়ে ওঠে। শেষ পর্যন্ত তারা দু’জনই পদত্যাগপত্র জমা দেন এবং সরকার নতুনভাবে দায়িত্ব বণ্টন সম্পন্ন করে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে