ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দেশে আরও ৪৮৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত

২০২৫ ডিসেম্বর ০৬ ১৭:০৪:১৪
দেশে আরও ৪৮৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৬ জন রোগী। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তথ্যটি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগের শহরের বাইরে ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৬ জন, খুলনা বিভাগের শহরের বাইরে ৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন এবং রংপুরে ৫ জন ভর্তি হয়েছেন।

গত একদিনে সারা দেশে ৫৮১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৯৫,২০৪ জন রোগী ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯৭,৩১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৯৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, ২০২৪ সালের মোট হাসপাতাল ভর্তি ছিল ১,০১১,২১৪ জন এবং মৃত্যুর সংখ্যা ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৩,২১,১৭৯ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ১,৭০৫।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে