ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দেশে ডেঙ্গু ভ্যাকসিন অনুমোদনে দেরির কারণ প্রকাশ

২০২৫ ডিসেম্বর ০৬ ১১:০১:০১
দেশে ডেঙ্গু ভ্যাকসিন অনুমোদনে দেরির কারণ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিবছর লাখ লাখ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। বছরে প্রায় ৪০ কোটি মানুষ আক্রান্ত হয়, যার মধ্যে ২৫% রোগীর লক্ষণ প্রকাশ পায় এবং প্রায় ১২,০০০ মানুষ মৃত্যুবরণ করে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশেও দেশের সব বিভাগে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।

ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিন তৈরি হয়েছে প্রায় এক দশক আগে। বিশ্বের অনেক দেশে অনুমোদিত হলেও, বাংলাদেশে এখনও এটি অনুমোদিত হয়নি। এ প্রতিবেদনে আমরা ডেঙ্গু, এর সেরোটাইপ, ভ্যাকসিন এবং বাংলাদেশের প্রেক্ষাপট আলোচনা করবো।

ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা প্রধানত Aedes aegypti ও Aedes albopictus মশার মাধ্যমে সংক্রমিত হয়। প্রচলিত ভাষায় একে “হাড় ভাঙা জ্বর” বলা হয়।

লক্ষণ:

হঠাৎ করে উচ্চ জ্বর

তীব্র মাথা ব্যথা ও চোখের পেছনের ব্যথা

পেশি ও হাড়ে ব্যথা

২-৫ দিনের মধ্যে ত্বকে লালচে দাগ বা র‍্যাশ

কিছু ক্ষেত্রে নাক বা মাড়ি থেকে সামান্য রক্তপাত

রক্তে প্লাটিলেটের মাত্রা কমে যাওয়া

ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপ রয়েছে: DENV-1, DENV-2, DENV-3, DENV-4। প্রতিটি সেরোটাইপ মানুষের শরীরে ভিন্ন ইমিউন প্রতিক্রিয়া তৈরি করে।

DENV-2 ও DENV-3 সংক্রমণ ও রোগের তীব্রতার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশে চারটি সেরোটাইপই উপস্থিত, তবে DENV-2 ও DENV-3 বেশি প্রভাবশালী।

এক সেরোটাইপে সংক্রমণ হলে সেই ভাইরাসের বিরুদ্ধে আজীবন ইমিউনিটি তৈরি হয়, তবে অন্য সেরোটাইপে সংক্রমণ হলে মারাত্মক ডেঙ্গুর ঝুঁকি থাকে।

বর্তমানে তিনটি অনুমোদিত ভ্যাকসিন রয়েছে:

CYD-TDV (Dengvaxia) – ফ্রান্সের স্যানোফি পাস্তুর তৈরি।

লাইভ এটেনুয়েটেড টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন

৬-১৬ বছর বয়সী শিশুদের জন্য অনুমোদিত

শুধুমাত্র পূর্বে ডেঙ্গু আক্রান্তদের জন্য নিরাপদ

ঝুঁকি: প্রথমবার সংক্রমণে রোগ তীব্র হতে পারে (ADE)

উৎপাদন শীঘ্রই বন্ধ হবে

Qdenga (TAK-003) – জাপানের তাকেদার তৈরি।

দুই ডোজ, ৩ মাস অন্তর

৬-১৬ বছরের শিশু ও কিশোরদের জন্য অনুমোদিত

নিরাপদ, পূর্ব সংক্রমণের প্রয়োজন নেই

DENV-3-এর বিরুদ্ধে কার্যকারিতা কিছুটা কম

Butantan-DV – ব্রাজিলের বুটানটান ইন্সটিটিউট তৈরি।

এক ডোজেই দীর্ঘমেয়াদি সুরক্ষা

চারটি সেরোটাইপের বিরুদ্ধে সমান কার্যকর

বাংলাদেশে TV005 প্রযুক্তির ট্রায়াল সফল

বাংলাদেশে অনুমোদনে বিলম্বের কারণ

দেশে ডেঙ্গু এখনও এন্ডেমিক।

কিউডেঙ্গা সব সেরোটাইপের বিরুদ্ধে কার্যকর হলেও DENV-3–এর বিরুদ্ধে সীমিত।

ডেঙ্গুর বছরে ভিন্ন সেরোটাইপ প্রাধান্য পাওয়া এবং কার্যকারিতার পার্থক্যের কারণে দ্রুত অনুমোদন সম্ভব হয়নি।

তবে, ব্রাজিলের Butantan-DV ভ্যাকসিন সব সেরোটাইপের বিরুদ্ধে কার্যকর, এক ডোজেই নিরাপদ সুরক্ষা দেয় এবং দেশে ট্রায়ালেও ভালো ফল দিয়েছে।

ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে:

সচেতনতা বৃদ্ধি করা

কিউডেঙ্গা বা Butantan-DV দ্রুত অনুমোদন দেওয়া

১২-৩০ বছর বয়সী শিশু ও যুবকদের বিনামূল্যে টিকা প্রদান

গাভি-দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স ও WHO-এর সহায়তা নেওয়া

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে