ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে ব্যাংক এশিয়া ব্রোকারেজ হাউজের বড় বিনিয়োগ

২০২৫ ডিসেম্বর ০৩ ১৫:১৮:৩৪
শেয়ারবাজারে ব্যাংক এশিয়া ব্রোকারেজ হাউজের বড় বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে নিজেদের কর্মকাণ্ড ও পরিষেবা ব্যাপকভাবে সম্প্রসারণের লক্ষ্যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসি। ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাদের মালিকানাধীন সহযোগী ব্রোকারেজ হাউজ ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডে নতুন করে ১২০ কোটি টাকা মূলধন বিনিয়োগের অনুমোদন দিয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই বিপুল পরিমাণ মূলধন বৃদ্ধির তথ্য বিনিয়োগকারী এবং বাজার সংশ্লিষ্টদের কাছে প্রকাশ করেছে। এই বিশাল আর্থিক সহায়তা শেয়ারবাজারের প্রতি ব্যাংক এশিয়ার অঙ্গীকার এবং তাদের সহযোগী ব্রোকারেজ প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সক্ষমতা কয়েক গুণ বাড়ানোর একটি সুচিন্তিত পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই অতিরিক্ত ১২০ কোটি টাকা মূলধন ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের সামগ্রিক আর্থিক ভিত্তি ও কার্যক্রমে এক শক্তিশালী ভিত তৈরি করবে। এর ফলে প্রতিষ্ঠানটি তার ব্যবসায়িক পরিধি বাড়াতে, অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ট্রেডিং প্ল্যাটফর্ম তৈরি করতে এবং গ্রাহকদের জন্য নতুন ও উদ্ভাবনী বিনিয়োগ পণ্য নিয়ে আসতে সক্ষম হবে। বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং গ্রাহকের চাহিদা মেটাতে এই মূলধন বৃদ্ধি অত্যন্ত জরুরি ছিল। শক্তিশালী মূলধন ভিত্তি নিয়ন্ত্রক সংস্থার আর্থিক মানদণ্ড বজায় রাখার পাশাপাশি বিনিয়োগকারীদের মধ্যে প্রতিষ্ঠানটির আর্থিক স্থিতিশীলতা নিয়ে আরও বেশি আস্থা তৈরি করতে সহায়ক হবে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে