ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘তর পা কেটে ফেলব,তুই কত বড় গুণ্ডা হইছোস দেখমু’

২০২৫ ডিসেম্বর ০৬ ১২:১৭:২৩
‘তর পা কেটে ফেলব,তুই কত বড় গুণ্ডা হইছোস দেখমু’

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতিকে একই ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক করার প্রতিবাদ করায় সোহেল আহমেদ নামে এক ছাত্রদল নেতার পা কেটে ফেলার হুমকি দিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূঁইয়া।

জানা গেছে, গত ২ ডিসেম্বর মালাপাড়া ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে রাতুল হাসান ভূঁইয়াকে আহ্বায়ক করা হয়। এতে প্রতিবাদ জানায় সোহেল আহমেদ। এরপর, দিদারুল আলম তাকে বিভিন্ন হুমকি দেয়ার একটি অডিও সংবাদমাধ্যমে এসেছে। অডিওতে আহ্বায়ক দিদারুল আলম বলেন, “তোর একটা পা কেটে ফেলব, যেখানেই তোরে পাবো তুই কত বড় গুণ্ডা হইছোস দেখমু।”

এ ঘটনার পর ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম এবং সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন।

ভুক্তভোগী সোহেল আহমেদ বলেন, “ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন করা হয়েছে। প্রতিবাদ জানিয়ায় উপজেলা আহ্বায়ক আমাকে পা কেটে ফেলার হুমকি দিয়েছে। আমি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি।”

অন্যদিকে, দিদারুল আলম বলেন, “আমি সোহেলকে এমন কিছু বলিনি। আমি শুধু বলেছি, সংগঠনের বাইরে কোনো উল্টাপাল্টা কাজ করা যাবে না। এর বাইরে আমি কিছু বলিনি।”

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী বলেন, “ছাত্রদল কর্মীকে পা কেটে ফেলার হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শিষ্টাচার বহির্ভূত কাজ। আমি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব।”

জোবায়ের আলম জিলানী আরও জানান, “সারা দেশে উপজেলা পর্যায়ে ইউনিয়ন কমিটি দেওয়া নিষেধ। কিন্তু ব্রাহ্মণপাড়া উপজেলায় আহ্বায়ক ও সদস্য সচিব কেন্দ্রের নির্দেশনা অমান্য করে বিভিন্ন ইউনিটে কমিটি দেয়ার কারণে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে