ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশ–চীনকে নিয়ে পাকিস্তানের ‘গোপন জোট’

২০২৫ ডিসেম্বর ০৬ ১৫:৪৯:৪৯
বাংলাদেশ–চীনকে নিয়ে পাকিস্তানের ‘গোপন জোট’

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) দীর্ঘদিন অচলাবস্থায় থাকায় এবার ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ ও চীনকে নিয়ে নতুন আঞ্চলিক জোট গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। গত বুধবার ‘ইসলামাবাদ কনক্লেভ’-এ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, আঞ্চলিক সহযোগিতা কোনো দেশের ‘একগুঁয়েমি’র কারণে জিম্মি হয়ে থাকতে পারে না—যদিও সরাসরি নাম না বললেও ইঙ্গিত ছিল ভারতের দিকেই। তিনি জানান, অর্থনীতি, প্রযুক্তি, বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগ জোরদার করতে একটি ত্রিপক্ষীয় কাঠামো সময়ের দাবি হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশে আগস্টের ছাত্র–জনতার আন্দোলনের পর শেখ হাসিনার পতনের পর থেকেই দিল্লি–ঢাকা সম্পর্ক শীতল হয়ে আছে। এই পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে পাকিস্তান; চীনের সঙ্গে সমন্বয় করে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমাতে নতুন শক্তির সমীকরণ গড়তে আগ্রহী ইসলামাবাদ। এরই অংশ হিসেবে গত জুনে কুনমিংয়ে চীন–পাকিস্তান–বাংলাদেশ প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়।

ভারত–পাকিস্তান বৈরিতায় সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও সার্কভুক্ত দেশগুলোর পারস্পরিক বাণিজ্য মাত্র ৫ শতাংশে সীমাবদ্ধ। এই স্থবিরতা কাটিয়ে আঞ্চলিক প্রভাব পুনরুদ্ধারই এখন পাকিস্তানের লক্ষ্য। তবে নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপ ভারতের অসন্তুষ্টি সত্ত্বেও এমন জোটে যুক্ত হবে কি না—সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবুও পাকিস্তানের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন ধরনের মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে