ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আগামী ৫ দিন যেমন থাকতে পারে তাপমাত্রা

২০২৫ ডিসেম্বর ০৬ ১১:৫৫:৫৪
আগামী ৫ দিন যেমন থাকতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪ দিন দেশের তাপমাত্রা রাত ও দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আর এক দিন সামান্য বাড়বে। সারা দেশে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী:

রোববার (০৭ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, আংশিক মেঘলা আকাশ থাকবে এবং ভোরে হালকা কুয়াশা পড়তে পারে।

সোমবার, রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা আবার প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৫° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে