ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ফ্রি ফায়ার গেমসের জন্য নিজের বাড়িতে ‘ডাকাতি’

২০২৫ ডিসেম্বর ০৬ ১০:৪২:৫৩
ফ্রি ফায়ার গেমসের জন্য নিজের বাড়িতে ‘ডাকাতি’

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকায় প্রবাসীর বাড়িতে ঘটানো দিনের ‘ডাকাতি’ আসলে ছিল সাজানো নাটক। প্রবাসীর ছেলে শাহরিয়ারের উদ্দেশ্য ছিল নতুন মোবাইল ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার টাকা জোগানো। সে দুই বন্ধুর সঙ্গে মিলে নিজেরই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিনয় করে।

শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তিন কিশোরকে গ্রেপ্তার করে। এসময় উদ্ধার করা হয় নগদ ২ লাখ ৭৮ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার।

গ্রেপ্তারকৃতরা হলেন:

শাহরিয়ার (৮ম শ্রেণী, আব্দুর রশিদের ছেলে)

নাবিল (৯ম শ্রেণী, হানিফ মিয়ার ছেলে)

শাহ আলম (৬ষ্ঠ শ্রেণী, আলী হোসেনের ছেলে)

রূপগঞ্জ থানা ওসি তরিকুল ইসলাম জানান, ২৪ নভেম্বর দুপুরে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে শাহরিয়ারের হাত-পা বেঁধে মারধর ও আলমারি ভেঙে ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ ওঠে। পরে শাহ আলম নতুন মোবাইল কিনায় পরিবারের সন্দেহ জন্মায়। টাকার উৎস জানতে চাইলে কিশোররা সত্য প্রকাশ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, নতুন মোবাইল ও ফ্রি ফায়ার আইডি কেনার টাকার জন্যই ডাকাতির নাটক সাজানো হয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে