ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শীর্ষ চার রপ্তানি খাতে একযোগে পতন 

২০২৫ ডিসেম্বর ০৬ ১০:২৬:৪৬
শীর্ষ চার রপ্তানি খাতে একযোগে পতন 

নিজস্ব প্রতিবেদক : নভেম্বর মাসেও কমেছে দেশের রপ্তানি আয়। মাসটিতে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে প্রায় ৬ শতাংশ বা প্রায় ২৩ কোটি মার্কিন ডলার। গত বছরের নভেম্বরে যেখানে ৪১২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল, এবার তা কমে দাঁড়িয়েছে ৩৮৯ কোটি ডলারের মতো।

এ নিয়ে টানা চার মাস রপ্তানি পতনের ধারায় রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, শীর্ষ পাঁচ রপ্তানি খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য ছাড়া বাকি চার খাত—তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, কৃষিপ্রক্রিয়াজাত খাদ্য এবং হোম টেক্সটাইল—সবগুলোতেই নভেম্বরে পতন হয়েছে। এ ছাড়া চামড়াবিহীন জুতা, হিমায়িত খাদ্য এবং প্লাস্টিক পণ্যের রপ্তানিও কমেছে।

তৈরি পোশাকে ৫% পতন

নভেম্বর মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩১৪ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ কম।তবে জুলাই-নভেম্বর সময়ে পোশাক রপ্তানি এখনও ইতিবাচক—১ হাজার ৬১৩ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ০.৯ শতাংশ বেশি।

চামড়া খাতে প্রবৃদ্ধি

তৈরি পোশাকের পর দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্যের আয় নভেম্বরে হয়েছে ৯ কোটি ৮৯ লাখ ডলার—প্রবৃদ্ধি ৫.১৪ শতাংশ।জুলাই-নভেম্বর সময়ে এ খাতে রপ্তানি হয়েছে ৫১ কোটি ডলার, প্রবৃদ্ধি ৯.৮৮ শতাংশ।

কৃষিপ্রক্রিয়াজাত খাদ্যে বড় ধস

তৃতীয় শীর্ষ খাত কৃষিপ্রক্রিয়াজাত পণ্যে দেখা গেছে সবচেয়ে বড় পতন।নভেম্বরে রপ্তানি হয়েছে ৮ কোটি ২৮ লাখ ডলারের পণ্য—প্রায় ২৫ শতাংশ কম।চলতি অর্থবছরের পাঁচ মাসেও এ খাতে রপ্তানি কমেছে ৬.৮১ শতাংশ, মোট আয় ৪৬ কোটি ডলার।

পাট ও পাটজাত পণ্যে ১০% এর বেশি পতন

পাট ও পাটজাত পণ্যের রপ্তানি নভেম্বরে কমেছে ১০.৫ শতাংশ।রপ্তানি দাঁড়িয়েছে ৬ কোটি ৮৯ লাখ ডলার, যা গত বছর ছিল ৭ কোটি ৬৮ লাখ ডলার।তবে জুলাই-নভেম্বর সময়ে এ খাতে সামান্য ১.৩৬ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে।

হোম টেক্সটাইলে পতন

হোম টেক্সটাইল রপ্তানি নভেম্বরে হয়েছে ৬ কোটি ৬৩ লাখ ডলার—পতন ৭.৭৫ শতাংশ।যদিও পাঁচ মাসে খাতটিতে ৫.৬৮ শতাংশ প্রবৃদ্ধি বজায় রয়েছে।

বিজিএমইএ’র সাবেক পরিচালক বলেন,“মার্কিন বাজারে বাংলাদেশের আমদানির প্রবৃদ্ধি আশাব্যঞ্জক হলেও রপ্তানির সাম্প্রতিক ধীরগতি আগামী মাসগুলোতে চাপ বাড়াতে পারে। বাজার বহুমুখীকরণ, প্রযুক্তিনির্ভর উৎপাদন, পরিবেশবান্ধব লিড সার্টিফাইড কারখানা এবং মূল্য প্রতিযোগিতা দীর্ঘমেয়াদে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা আরও বাড়াতে পারে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে