ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

২০২৫ ডিসেম্বর ০৬ ১৫:২৯:০৭
সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সরকার আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে–স্কেলের গেজেট ঘোষণা না করলে সারা দেশে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার (৫ ডিসেম্বর) জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মহাসমাবেশ থেকে সংগঠনটির নেতারা আলটিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই নতুন পে–স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং আগামী জানুয়ারি থেকেই তা কার্যকর করতে হবে। অন্যথায় সব সরকারি দফতরে একযোগে কর্মবিরতি পালন করা হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রতি পাঁচ বছর অন্তর বেতন কাঠামো পুনর্নির্ধারণের কথা থাকলেও ২০১৫ সালের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়নি। এ সময়ের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ায় কর্মচারীদের আর্থিক সঙ্কট চরমে পৌঁছেছে। বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, অন্তর্বর্তী সরকার পে–কমিশন গঠন করলেও অর্থ উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য—যে নতুন পে–স্কেল আগামী সরকার বাস্তবায়ন করবে—তা সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তিনি নির্বাচনী তফসিল ঘোষণার আগেই বৈষম্যহীন নবম পে–স্কেল কার্যকর করার দাবি জানান।

মহাসমাবেশে বিভিন্ন দপ্তর ও বিভাগের লক্ষাধিক কর্মচারী অংশ নেন। ডাক বিভাগের হাজারো কর্মচারী জাকির হোসেন, আমিনুর রহমান ও রোকন উদ্দিনের নেতৃত্বে সমাবেশে যোগ দেন। কর্মচারীদের দাবির প্রতি সংহতি জানাতে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও জুনায়েদ আব্দুর রহিম সাকি। এ ছাড়াও বিভিন্ন কর্মচারী নেতা—মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, লুৎফর রহমান ও বেলাল হোসেন বক্তব্য রাখেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে