ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

অবশেষে শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প

২০২৫ ডিসেম্বর ০৬ ১১:১৩:৩১
অবশেষে শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার (FIFA Peace Prize) অর্জন করেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে পুরস্কারটি তুলে দেন।

ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বলেন, "এটি আমার জীবনের অন্যতম বড় সম্মান। আমার কাছে এই পুরস্কারটি অনেক অর্থ বহন করছে।"

ফিফা সম্প্রতি অনুমোদন ছাড়াই এই নতুন পুরস্কার চালু করেছে। সংস্থার দাবি, এটি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও মানুষকে এক করার ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার জন্য।

তবে, পুরস্কার প্রদানের বাছাই প্রক্রিয়া প্রকাশ করা হয়নি এবং ইনফান্তিনো ও ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এটি নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর ট্রাম্পের জন্য এটি এক ধরনের ‘সান্ত্বনা পুরস্কার’ হিসেবে তৈরি করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে