ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার অবস্থা নিয়ে তারেক রহমানের জরুরি বার্তা

২০২৫ ডিসেম্বর ০৬ ১০:১৪:০২
খালেদা জিয়ার অবস্থা নিয়ে তারেক রহমানের জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেছেন, অবিরাম নির্যাতন ও শারীরিক অবনতি মিলিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন এখন “চরম সংকটে” রয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান লেখেন, তার ভাষায় “শেখ হাসিনার দুঃশাসনে ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার ওপর জেল-জুলুমসহ নানামাত্রিক নিপীড়ন চালানো হয়েছিল। এসব নির্যাতনের ধারাবাহিকতায় অসুস্থ দেশনেত্রীর জীবন বর্তমানে চরম সংকটাপন্ন।”তিনি আরও জানান, জাতীয়তাবাদী শক্তির বহু নেতাকর্মীও একই ধরনের নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেন।পোস্টে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

তারেক রহমান তার পোস্টে ১৯৯০ সালের ৬ ডিসেম্বরকে স্বৈরশাসনের পতনের “ঐতিহাসিক দিন” হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিলেন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়।

তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের পর ৬ ডিসেম্বর ১৯৯০-এ গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়।

তারেক রহমান তার পোস্টে আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে “ফ্যাসিবাদী শক্তি” পরাজিত হয়েছে—এমন দাবি করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের “প্রতিপক্ষ” এবং এই সময়ের পরে গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে নতুন যাত্রা শুরু হয়েছে।

পোস্টে ১৯৮২–১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। একই সঙ্গে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, যাতে “গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থান না ঘটে”।শেষে তিনি দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে পোস্ট শেষ করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে