ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
Sharenews24

ট্রাম্পের গাজা পরিকল্পনায় যা জানালো মিশর 

২০২৫ অক্টোবর ০৩ ১০:৫১:৩৩
ট্রাম্পের গাজা পরিকল্পনায় যা জানালো মিশর 

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় “অসংখ্য ফাঁকফোকর” রয়েছে বলে মন্তব্য করেছে মিসর। শুক্রবার প্যারিসে ফরাসি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে পরিকল্পনাটি বাস্তবায়ন সম্ভব, তবে হামাস রাজি না হলে পরিস্থিতি ভয়াবহভাবে জটিল হয়ে উঠতে পারে।

আব্দেলাত্তি জানান, মিসর কাতার ও তুরস্কের সঙ্গে समন্বয় করে হামাসকে প্রস্তাবে ইতিবাচক সাড়া দিতে রাজি করানোর চেষ্টা করছে। তিনি বলেন, ট্রাম্পের পরিকল্পনায় বিশেষ করে গাজার ভবিষ্যত শাসনব্যবস্থা ও নিরাপত্তা কিভাবে স্থাপিত হবে—এসব খুঁটিনাটি বিষয়ে আরও আলোচনা প্রয়োজন; বহু ফাঁক পূরণ করা দরকার।

মিসরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি বলেন, যদিও পরিকল্পনায় এমন কিছু মূলনীতি আছে যা মিসরের অবস্থানগুলোর সঙ্গে সামঞ্জস্য রাখে — যেমন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি নয়, যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা, বন্দিদের মুক্তি এবং গাজা পুনর্গঠন— তবুও বাস্তবায়নে সকল পক্ষের অংশগ্রহণ ও স্পষ্ট সময়সীমা অপরিহার্য।

হোয়াইট হাউস ২৯ সেপ্টেম্বর ট্রাম্পের গাজার পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করে; পরিকল্পনায় অন্তর্ভুক্ত আছে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, পুনর্গঠন কর্মসূচি, গাজাকে ‘অস্ত্রশূন্য এলাকা’ হিসেবে গঠন এবং একটি প্রযুক্তিনির্ভর অন্তর্বর্তী শাসনব্যবস্থা গঠন করা — যা আন্তর্জাতিক সংস্থার অধীনে পরিচালিত হবে ও বাস্তবায়ন তদারকিতে যুক্তরাষ্ট্রের ভূমিকাও উল্লেখ আছে। পরিকল্পনায় হামাসের জন্য কঠোর শর্ত আরোপ করা হয়েছে; একই সঙ্গে ইসরায়েলের জন্য তা বাধ্যতামূলক নয় বলে বর্ণনা করা হয়। প্রকাশিত খসড়ায় বন্দি প্রতিস্থাপন, নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথা আছে, কিন্তু অনানুষ্ঠানিক অংশগুলোতে সময়সীমা বা বাস্তবায়ন কৌশল সম্বন্ধে অস্পষ্টতা দেখা যায়।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হানায় এখন পর্যন্ত প্রায় ৬৬,২০০ জন ফিলিস্তিনি নিহত—যাদের অধিকাংশই নারী ও শিশু—এবং জাতিসংঘসহ মানবাধিকার সংগঠনগুলোর সতর্কতা অনুযায়ী গাজা ব্যাপক মানবিক সংকটের মুখে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে