ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

হঠাৎ এশিয়ার শক্তিশালী প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৫:৩৭:৪৪
হঠাৎ এশিয়ার শক্তিশালী প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। দলের অভ্যন্তরীণ বিভক্তি প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হলেও এতে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিকে নতুন রাজনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি হতে হচ্ছে। বিষয়টি রোববার বার্তাসংস্থা রয়টার্স জানায়।

প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র এখনো ইশিবার পদত্যাগ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এক সংবাদ সম্মেলন করবেন।

গত বছরের সেপ্টেম্বর থেকে ক্ষমতায় আসার পর থেকে ইশিবার জোট সংসদের উভয় কক্ষের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ভোটারদের মধ্যে বাড়তি জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি ইশিবার জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

গত জুলাইয়ে উচ্চকক্ষ নির্বাচনে পরাজয়ের পর থেকে ইশিবার পদত্যাগের দাবি দলীয় মহল থেকে উঠতে থাকে, যদিও তিনি দীর্ঘদিন তা প্রত্যাখ্যান করেছিলেন। তবে রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে গত সপ্তাহে ইয়েন ও জাপানি সরকারি বন্ডের বাজারে বড় ধস নামে এবং ৩০ বছরের বন্ডের ফলন ইতিহাসে সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়।

এদিকে, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) গত সোমবার নেতৃত্ব নির্বাচনের জন্য বিশেষ ভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়, যা ইশিবার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তীব্র করেছে।

যদি ইশিবা পদত্যাগ করেন, তবে তার শেষ বড় কাজ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি কার্যকর করা হবে। ওই চুক্তির মাধ্যমে জাপান ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এবং বিনিময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের গাড়ি শিল্পে শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে