ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ঢাকায় নতুন বিসর্জন প্রটোকল ঘোষণা!

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৫:৩৯:৫৭
ঢাকায় নতুন বিসর্জন প্রটোকল ঘোষণা!

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই বছর দুর্গাপূজা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে। ঢাকায় প্রতিমা বিসর্জনের জন্য একটি নির্দিষ্ট লাইন অনুসরণ করতে হবে, যাতে ধারাবাহিকতা বজায় থাকে এবং সবাই নিরাপদে বিসর্জন দিতে পারে।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, পূজামণ্ডপ ও দুর্গাপূজার সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা নিয়োজিত থাকবে।

তিনি আরও বলেন, পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে এ বছর কোনো ধরনের উদ্বেগ বা নিরাপত্তা হুমকির কথা জানানো হয়নি। সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে। তবে কেউ দুষ্কৃতিকারী বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা বৃদ্ধির জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে কোন নিরাপত্তা ইস্যু থাকলে তা সঙ্গে সঙ্গে জানানো যাবে। এছাড়াও পূজামণ্ডপে মাদক সেবন বা বিক্রির অনুমতি দেওয়া হবে না।

সরকারি হিসেবে জানানো হয়েছে, এ বছর দেশের বিভিন্ন এলাকায় আনুমানিক ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত ৩১,৫৭৬টি পূজামণ্ডপের তালিকা পাওয়া গেছে, তবে চূড়ান্ত সংখ্যা এখনও আসেনি।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে