ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ডাকসু নির্বাচন উপলক্ষে সর্বসাধারণের জন্য বিশেষ নির্দেশনা

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৫:৪২:০৪
ডাকসু নির্বাচন উপলক্ষে সর্বসাধারণের জন্য বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বসাধারণের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। ডিএমপির পক্ষ থেকে সোমবার (৮ সেপ্টেম্বর) জানানো হয়, ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত অন্য কেউ বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবেন না। এই সময়ে ক্যাম্পাসে অবৈধ অস্ত্র বহন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এর পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারও সীমিত সময়ের জন্য বন্ধ থাকবে। ৮ সেপ্টেম্বর সকাল থেকে শুরু করে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাবির সকল প্রবেশদ্বার সীমিত থাকবে, ফলে সাধারণ মানুষের জন্য ক্যাম্পাসে প্রবেশ কঠোর নিয়ন্ত্রণে থাকবে।

এছাড়া, মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণদিন বন্ধ থাকবে। তবে শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে যেতে পারবেন।

বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের পরিচয় প্রমাণের জন্য নির্দিষ্ট কিছু পরিচয়পত্র গ্রহণযোগ্য ঘোষণা করা হয়েছে। এই পরিচয়পত্রগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিচয়পত্র, হল পরিচয়পত্র (আবাসিক, দ্বৈতাবাসিক ও অনাবাসিক), গ্রন্থাগার পরিচয়পত্র এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য পে-স্লিপ। ভোটারদের সঠিক সনাক্তকরণের জন্য ঢাবি পরিচয়পত্রের কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে ‘Verified DUCSU Voter’ কনফার্মেশন প্রদর্শিত হবে, যা বিশ্ববিদ্যালয়ের সার্ভার যাচাই করবে। ভুয়া ভোটারদের এভাবে সনাক্ত করা সম্ভব হবে না। এছাড়া, হল পরিচয়পত্রে প্রভোস্ট মহোদয়ের স্বাক্ষর যাচাই করা হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশদ্বারগুলি এই সময় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ক্যাম্পাসে অবস্থিত তিনটি বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি এবং পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য খোলা থাকবে।

এই নির্দেশনাগুলো ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য জারি করা হয়েছে এবং ডিএমপি সকলের প্রতি নির্দেশনা মেনে চলার জন্য আন্তরিক অনুরোধ করেছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে