ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

দিল্লিতে বাংলাদেশের নামে আজ বিতর্কিত আলোচনা

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৯:০৭:১৬
দিল্লিতে বাংলাদেশের নামে আজ বিতর্কিত আলোচনা

নিজস্ব প্রতিবেদক : দিল্লি-ভিত্তিক থিঙ্কট্যাংক ‘গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ’ সম্প্রতি একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে, যেখানে বাংলাদেশকে ঘিরে বেশ কিছু স্পর্শকাতর রাজনৈতিক ও কূটনৈতিক বিষয় আলোচিত হচ্ছে। সেমিনারের 'কনসেপ্ট নোট'-এ বলা হয়েছে, চীন, পাকিস্তান ও বাংলাদেশের অভিন্ন স্বার্থ নাকি ভারতের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এছাড়া, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, মৌলবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন এবং ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রয়োজনীয়তার মতো বিষয়ও আলোচনায় এসেছে।

সেমিনারে ভারতের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি অংশ নিচ্ছেন চার বাংলাদেশি 'রিসোর্স পারসন'—জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, শিক্ষাবিদ ড. আবুল হাসনাত মিল্টন, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমির। এদের মধ্যে অনেকেই বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, যা এই আলোচনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে।

সমালোচকদের দাবি, এই সেমিনারের মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে চাপে ফেলতে ও রাজনৈতিক অস্থিরতা উসকে দিতে চাওয়া হচ্ছে। কেউ কেউ একে 'পরিকল্পিত প্রোপাগান্ডা' বলেও আখ্যা দিয়েছেন, যা মূলত একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পুনর্বাসনের কৌশল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে