ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

চিড়িয়াখানার আড়ালে আম্বানিপুত্রের ভয়ংকর ব্যবসা

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৪:০৪:৫০
চিড়িয়াখানার আড়ালে আম্বানিপুত্রের ভয়ংকর ব্যবসা

নিজস্ব প্রতিবেদক : এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির পশুপ্রেম থেকে গড়ে তুলেছেন এক বিশাল ও ব্যতিক্রমধর্মী চিড়িয়াখানা — ‘বনতারা’, যার অর্থ ‘তারকাদের বন’। এই প্রকল্পে রয়েছে ২০০০-এর বেশি প্রজাতির প্রাণী, যার মধ্যে রয়েছে ২০০টি হাতি, ৫০টি ভাল্লুক, ১৫০টির বেশি বাঘ, ২০০টি সিংহ, ২৫০টি চিতাবাঘ, এবং ৯০০টি কুমির।

চলতি বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে বনতারা উদ্বোধন করেন এবং এই উদ্যোগকে ‘প্রশংসনীয়’ বলে উল্লেখ করেন। চিড়িয়াখানাটি অম্বানিদের বিশাল তেল শোধনাগারের পাশেই গড়ে তোলা হয়েছে। তবে এটি এখনও জনসাধারণের জন্য উন্মুক্ত নয়।

বনতারা নিয়ে বিতর্কও কম নয়। গণমাধ্যমে শিরোনামে উঠে এসেছে অনন্ত আম্বানির কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে চিড়িয়াখানাটির বিরুদ্ধে বন্যপ্রাণী আইন লঙ্ঘন, অবৈধ প্রাণী সংগ্রহ, নিষ্ঠুর আচরণ, এমনকি অর্থ পাচার ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

যদিও এখন পর্যন্ত এসব অভিযোগের সরাসরি প্রমাণ পাওয়া যায়নি, তবে সুপ্রিম কোর্ট বলেছে যে, প্রশাসনের দায়িত্ব অবহেলার প্রেক্ষিতেই তদন্ত শুরু হয়েছে।

অনন্ত আম্বানির এই ব্যয়বহুল চিড়িয়াখানাটি বন্যপ্রাণী সংরক্ষণবাদী ও পরিবেশ কর্মীদের সমালোচনার মুখে পড়েছে বহুদিন ধরেই। অনেকেই বলছেন, এত বিপুল সংখ্যক বন্যপ্রাণীকে একত্রে রাখা এবং তাদের জীবনমান নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

উল্লেখ্য, গত বছর অনন্ত আম্বানির জমকালো প্রাক-বিবাহ অনুষ্ঠানের একটি অংশ এই বনতারা চিড়িয়াখানাতেই অনুষ্ঠিত হয়েছিল।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে