ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মেট্রোপলিটন পুলিশে সতর্কতা জারি!

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৯:৫৮:৩৪
মেট্রোপলিটন পুলিশে সতর্কতা জারি!

নিজস্ব প্রতিবেদক: জরুরি অবস্থা জারি হতে পারে—এমন গুঞ্জনে রাজধানী ঢাকায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কন্ট্রোল রুম। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে চলমান আলোচনার মধ্যেই সোমবার (১ সেপ্টেম্বর) এই নির্দেশনা আসে, যদিও পুলিশ বলছে, তারা সবসময়ই সতর্ক থাকে।

রোববার প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের কথিত সাক্ষাতের পর থেকে গুজব ছড়াতে থাকে যে দেশে জরুরি অবস্থা জারি হতে পারে। এসব গুঞ্জনকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি সাংবাদিকদের বলেন, "এসব নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত এগুলো শুধুই গুজব।"

তবে মাঠপর্যায়ে থাকা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন গুজব, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও আওয়ামী লীগের মিছিল ঘিরে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এক ওসি বলেন, "ধানমণ্ডিতে ককটেল বিস্ফোরণ ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে টহল বাড়াতে বলা হয়েছে।"

তবে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. তালেবুর রহমান বলেন, "পুলিশ সবসময় সতর্কভাবে কাজ করে। এটা নতুন কিছু না।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে