ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

নুরের ওপর হামলার পর আসিফ মাহমুদের চাঞ্চল্যকর দাবি 

২০২৫ আগস্ট ৩১ ১৬:৩৫:৪০
নুরের ওপর হামলার পর আসিফ মাহমুদের চাঞ্চল্যকর দাবি 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার গোপন পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, গণধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি। এ ধরনের ঘটনার দায় বর্তমান সরকারকে নিতে হবে।

রোববার (৩১ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নুরুল হক নূরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “রিফাইন্ড আওয়ামী লীগের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার কারণে জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। জাতীয় পার্টি একদম সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী দল। আমরা দেখেছি, বিগত সময়ে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে। ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে তারা একটি কৃত্রিম সংসদ ও কৃত্রিম গণতন্ত্র সৃষ্টি করেছে। এই চিহ্নিত ফ্যাসিবাদীদের কোনভাবে সমর্থন দেওয়া হলে তা সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়, জনগণও তা মেনে নেবে না। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো অবশ্যই তা রুখে দাঁড়াবে।”

তিনি আরও বলেন, “ইনক্লুসিভ নির্বাচনের নামে অনেকে চায় না যে আগামী বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে বা আওয়ামী লীগের স্টাবলিশমেন্ট ছাড়া কোনো গণতান্ত্রিক সমাধান হোক। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো যদি সরকারি দল ও বিরোধী দলে পরিণত হয়, তাহলে সেই সমাধান বাস্তবায়িত হবে। তখন অনেকে নির্বাচন পেছানোর চেষ্টা করবে। তারা আওয়ামী লীগকে বিভিন্ন ফরম্যাটে ফিরিয়ে আনতে না পারলে সেটিকে ব্যর্থ করার চেষ্টা করবে। আমরা মনে করি, গণতান্ত্রিক ও রাজনৈতিক দলগুলো এবং সরকার এ ধরনের সব ষড়যন্ত্র রুখে দেবে।”

জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্নে তিনি বলেন, “সরকার এখনও এ বিষয়ে কোনো অফিসিয়াল সিদ্ধান্ত গ্রহণ করেনি। তবে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক চলছে। আজও প্রধান উপদেষ্টা কয়েকটি রাজনৈতিক দল ও জুলাইয়ের অভ্যুত্থানের কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। রাজনৈতিক দল ও জনগণের বক্তব্য অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে।”

গণধিকার পরিষদের পক্ষ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “সরকার একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের কথা ভাবছে। এটি কোনো সাধারণ রাজনৈতিক কর্মীর ওপর হামলা নয়, বরং একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপর হামলা। আওয়ামী লীগের সময়েও এ ধরনের ঘটনা আমি দেখিনি। এটি অত্যন্ত দুঃখজনক। যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, তাই দায়িত্ব সরকারের ওপরই বর্তায়। সরকারকে দ্রুত সমাধান করতে হবে এবং ভবিষ্যতে কেউ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাহস না পায় তা নিশ্চিত করতে হবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে