ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশ সরকারের পাশে যুক্তরাষ্ট্র

২০২৫ আগস্ট ২৫ ১০:৪২:২৪
বাংলাদেশ সরকারের পাশে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আশ্রয়দানকারী অন্যান্য আঞ্চলিক দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র টমাস “টমি” পিগট স্থানীয় সময় রোববার এক প্রেস বিবৃতিতে এই প্রশংসা জানান।

তিনি বলেন,“যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানায়, যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকে ধন্যবাদ জানায় যুক্তরাষ্ট্র।”

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরু হলে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগেই বাংলাদেশে অবস্থান করছিল চার লাখের মতো রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারসহ আশ্রয়শিবিরগুলোতে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। প্রতি বছর প্রায় ৩০ হাজার নবজাতক রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে এসব ক্যাম্পে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে