ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

পুলিশের কাছে কান্নাজড়িত কণ্ঠে তৌহিদ আফ্রিদি

২০২৫ আগস্ট ২৫ ১০:৩৪:৫৫
পুলিশের কাছে কান্নাজড়িত কণ্ঠে তৌহিদ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি-কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার রাতে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের সময় কান্নাজড়িত কণ্ঠে আফ্রিদি পুলিশকে বলেন,“আমি পালাব না, কোরআনের কসম। আমি ওমরা হজ করেছি। আমি শুধু আমার স্ত্রীর জন্য ভয় পাচ্ছি, সে ছয় মাসের অন্তঃসত্ত্বা।”

এ সময় পুলিশ জানতে চায় বাসাটি কি তার নিজস্ব; জবাবে আফ্রিদি জানান,“এটা আমার আপন দাদার বাসা। কবর জিয়ারতের জন্য এখানে এসেছি।”

সিআইডি সূত্রে জানা গেছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ চলাকালে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলার ১ নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, ২ নম্বর সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বর সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন।

এর আগে ১৭ আগস্ট, একই মামলায় আফ্রিদির বাবা ও মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীক (২২ নম্বর আসামি) কে ঢাকার বনানী এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান নিশ্চিত করেছেন, ডিএমপির সিআইডির একটি টিম অভিযানে অংশ নেয় এবং আফ্রিদিকে গ্রেপ্তারের পর ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে