ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

গ্রেপ্তার তৌহিদ আফ্রিদির পুরোনো পোস্ট ঘিরে বিতর্ক

২০২৫ আগস্ট ২৫ ১০:৩৮:৫২
গ্রেপ্তার তৌহিদ আফ্রিদির পুরোনো পোস্ট ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: জুলাই হত্যা মামলায় বরিশাল থেকে গ্রেপ্তার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তার গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় এসেছে একটি পুরোনো ফেসবুক পোস্ট, যেখানে তিনি কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাঈদকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছিলেন।

২০২৪ সালের ১৭ জুলাই, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আবু সাঈদের দুই হাত প্রসারিত করা সেই ভাইরাল ছবি পোস্ট করে তৌহিদ লেখেন:“আমি দেখিনি ভাষা আন্দোলনের সালাম-রফিক, কিন্তু আমি দেখেছি আবু সাঈদ ভাইকে।”

এই পোস্টটি নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাবেই তিনি এখন আইনি বিপাকে পড়েছেন।

প্রসঙ্গত, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ) সম্প্রতি সরকারকে আফ্রিদিকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছিল। সংস্থাটির দাবি, তিনি শুধু বর্তমান সরকারের সময় নয়, ১৫ আগস্ট কেন্দ্রিক আওয়ামী লীগ ক্যাম্পেইনে অর্থায়নেও জড়িত ছিলেন।

উল্লেখ্য, গত বছর যাত্রাবাড়ী থানায় করা ২৫ আসামির একটি হত্যা মামলায় আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, দ্বিতীয় ও তৃতীয় আসামি যথাক্রমে ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। একই মামলায় আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীককেও গ্রেপ্তার করে পুলিশ।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে