ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

পতনের বাজারেও বিনিয়োগকারীদের ভরসা ৭ শেয়ারে

২০২৫ আগস্ট ২০ ১৫:৫৮:৪৫
পতনের বাজারেও বিনিয়োগকারীদের ভরসা ৭ শেয়ারে

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় বুধবার (২০ আগস্ট) শেয়ারবাজারে আবারও পতন হয়েছে। উভয় বাজারে এদিন পতন আরও তীব্র হয়। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৪৮ পয়েন্ট কমে নেমে এসেছে ৫ হাজার ৩৭৯.৪১ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ প্রতিষ্ঠানের মধ্যে ২২৩টির দর কমেছে।

তবে বাজারের সামগ্রিক নেতিবাচক প্রবণতার মধ্যেও বিনিয়োগকারীদের আগ্রহ ছিল ৭ কোম্পানির শেয়ারে। এসব শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় সেগুলো ‘হল্টেড’ হয়ে যায় বলে স্টকনাও সূত্রে জানা গেছে।

হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো— ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং জাহিন টেক্স।

এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের। কোম্পানিটির শেয়ারের দর ১০ শতাংশ বা ৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ টাকায়। দিনশেষে এর লেনদেন হয়েছে ৩ কোটি ৪২ লাখ টাকার বেশি।

দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে ৪২ টাকা ৯০ পয়সায় পৌঁছেছে। এদিন এর লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৬৫ লাখ টাকার বেশি।

তৃতীয় স্থানে ছিল ইস্টার্ন ইন্স্যুরেন্স। এর শেয়ারের দর ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪৯ টাকা ৬০ পয়সায়। দিনশেষে কোম্পানিটির লেনদেন হয়েছে ২ কোটি ২৬ লাখ টাকার বেশি।

অন্যদিকে, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৯.৯৭ শতাংশ, মেঘনা সিমেন্টের ৯.৯১ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ এবং জাহিন টেক্সের ৯.৫২ শতাংশ।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে