ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্র ভিসা ফি বাড়ল ১৩৫ শতাংশ

২০২৫ আগস্ট ২৫ ০৭:৩৬:২০
যুক্তরাষ্ট্র ভিসা ফি বাড়ল ১৩৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্রে যেতে হলে এখন থেকে আরও বেশি খরচ করতে হবে। দেশটির সরকার বি১/বি২ ক্যাটাগরির ভিসার ফি ১৩৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে। বর্তমান ১৮৫ ডলারের পরিবর্তে নতুন ফি হবে ৪৩৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩ হাজার টাকা।

মার্কিন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে নতুন ফি কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পদক্ষেপে আগ্রহীরা সফরের পরিকল্পনায় অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়বেন।

বি১/বি২ ভিসা সাধারণত পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। এবার ফি এতটাই বাড়ানো হলো যে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ পর্যটন ভিসা ফি হিসেবে বিবেচিত হবে।

তবে এই সিদ্ধান্ত ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন (ESTA) সুবিধাপ্রাপ্ত দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ, এসব দেশের নাগরিকরা আলাদা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্র সফর করতে পারেন।

মার্কিন কর্তৃপক্ষ বলছে, ভিসার আবেদনকারীরা প্রয়োজনে ফি ফেরত পেতে পারেন। তবে কবে এবং কীভাবে টাকা ফেরত দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা এখনও দেওয়া হয়নি। এতে আবেদনকারীরা অনিশ্চয়তায় রয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মে পাঁচ সদস্যের একটি পরিবারের শুধু ভিসা ফি বাবদ খরচ হবে প্রায় ২ হাজার ডলার—বাংলাদেশি টাকায় যা আড়াই লাখেরও বেশি।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে