ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

ফারইস্ট ইসলামী লাইফে দুর্নীতির ছায়া, অভিযুক্তরাই বোর্ডে

২০২৫ আগস্ট ২৫ ১১:৪০:৫৩
ফারইস্ট ইসলামী লাইফে দুর্নীতির ছায়া, অভিযুক্তরাই বোর্ডে

নিজস্ব প্রতিবেদক: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ১৪ সাবেক ও বর্তমান পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় অভিযুক্ত কয়েকজনের আত্মীয়-স্বজন এমনকি মামলার আসামিরা নিজেরাও বর্তমানে কোম্পানির পরিচালনা বোর্ডে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। ফলে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সংস্কার ও আত্মসাতের অর্থ উদ্ধারের প্রক্রিয়া নিয়ে শেয়ারবাজারে দেখা দিয়েছে ব্যাপক উদ্বেগ।

অভিযোগ রয়েছে, বোর্ডে মামলার আসামি ও তাদের আত্মীয়রা প্রভাবশালী হওয়ায় আত্মসাৎ করা অর্থ উদ্ধার কিংবা কোম্পানির সম্পদ বিক্রি করে গ্রাহকের দাবি পরিশোধে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। ফলে মেয়াদোত্তীর্ণ নীতিমালার বিপরীতে বিমা দাবি না পেয়ে হতাশা ও হয়রানির শিকার হচ্ছেন হাজারো গ্রাহক।

তবে বর্তমান পরিচালনা বোর্ডের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, মামলার আসামি বা তাদের আত্মীয়রাই বোর্ডে থাকলেও, তাতে বিচারপ্রক্রিয়া বা কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে কোনো প্রভাব পড়বে না। বরং আত্মসাতের দায়ীদের শাস্তি নিশ্চিত এবং গ্রাহকদের দাবি পরিশোধে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলেও দাবি করা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে