ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

উপদেষ্টা ফারুকীর অসুস্থতার সর্বশেষ খবর

২০২৫ আগস্ট ১৭ ১০:৩৮:১৯
উপদেষ্টা ফারুকীর অসুস্থতার সর্বশেষ খবর

নিজস্ব প্রতিবেদক: নির্মাতা ও প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শারীরিকভাবে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে সাংবাদিকদের তিনি বলেন, “মোস্তফা সরয়ার ফারুকীকে জরুরি বিভাগে ভর্তি করে স্যালাইন দেওয়া হয়েছে। প্রাথমিক পরীক্ষাগুলোর মধ্যে ইসিজিতে কোনো হৃদরোগের লক্ষণ মেলেনি। তিনি এখন ভালো আছেন। অতিরিক্ত কাজের চাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।”

অপরদিকে, অভিনেত্রী ও ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল।

তিশা আরও লিখেন, “চিকিৎসকরা জানিয়েছেন, ওর অসুস্থতার পেছনে অতিরিক্ত কাজের চাপই মূল কারণ। আপাতত সে আশঙ্কামুক্ত। সবাই ওর জন্য দোয়া করবেন।”

উল্লেখ্য, শনিবার কক্সবাজারে ওয়ার্কশপ চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়লে মোস্তফা সরয়ার ফারুকীকে রাতেই হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে