ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

দুই সন্তানকে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ ঢাবি শিক্ষার্থীর

২০২৫ আগস্ট ১৭ ০৬:৫২:০৬
দুই সন্তানকে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ ঢাবি শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি দুই সন্তানকে সঙ্গে নিয়ে এ ফরম সংগ্রহ করেন।

শনিবার (১৬ আগস্ট) হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষের কার্যালয় থেকে মনোনয়ন ফরম নেন সাইফুল্লাহ।

ফরম সংগ্রহের সময় সন্তানদের সঙ্গে নিয়ে আসার কারণ জানতে চাইলে সাইফুল্লাহ বলেন, “ডাকসু অনেক বছর ধরে বন্ধ ছিল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ডাকসু ফিরে পেয়েছি, যা আমাদের কাছে স্বপ্ন পূরণের মতো। তাই আমি আমার বড় মেয়ে ও ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ফরম নিয়েছি, যাতে এটি এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে।”

তিনি আরও বলেন, “আমার সন্তানদের সঙ্গে ফরম সংগ্রহের উদ্দেশ্য হলো, ভবিষ্যৎ প্রজন্মও যেন ডাকসুর গুরুত্ব উপলব্ধি করতে পারে। আমি চাই, ছাত্র সংসদ নির্বাচনকে নিয়মিত ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হোক, যাতে আমার ছেলে-মেয়ের প্রজন্মও বাধাহীনভাবে এ নির্বাচনে অংশ নিতে পারে।”

ডাকসু নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন সাইফুল্লাহ। একইসঙ্গে হাজী মুহম্মদ মুহসীন হলের সংসদ নির্বাচনে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে