ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

কক্সবাজারে অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়

২০২৫ আগস্ট ১৭ ০০:০৯:৪৪
কক্সবাজারে অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজার সফরের সময় অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে তাকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে।

কক্সবাজারের সিভিল সার্জন মোহাম্মদুল হক জানান, ফুড পয়েজনিংয়ের কারণে উপদেষ্টার ডিহাইড্রেশন হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিরাপদে ঢাকায় স্থানান্তর করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চার দিনের সরকারি সফরে শুক্রবার বিকেলে কক্সবাজারে পৌঁছান মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার বিকেল পর্যন্ত তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেন। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে