ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

ট্রাম্প ও পুতিন বৈঠকের পরই ইউক্রেনে ড্রোন হামলা চালাল রুশ বাহিনী

২০২৫ আগস্ট ১৬ ২০:৫৫:২৩
ট্রাম্প ও পুতিন বৈঠকের পরই ইউক্রেনে ড্রোন হামলা চালাল রুশ বাহিনী

আন্তজার্তিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। রুশ বাহিনী ৮৫টি ড্রোন এবং অন্তত একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। তবে ইউক্রেনের বিমান বাহিনী অধিকাংশ হামলা ঠেকাতে সক্ষম হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিন বৈঠক করেন। বৈঠকের মূল বিষয় ছিল ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি। বৈঠকের পর ট্রাম্প রাশিয়ার প্রতি কিছুটা নমনীয় মনোভাব প্রকাশ করলেও, পুতিন স্পষ্ট করে দেন যে, তার ইউক্রেন সম্পর্কে দৃষ্টিভঙ্গি সহজে পরিবর্তন হবে না। কোনো যুদ্ধবিরতি চুক্তি ছাড়া বৈঠক শেষ হয়।

আরবিসি-ইউক্রেন জানিয়েছে, বৈঠকের পরই রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। ইউক্রেনীয় বিমান বাহিনীর বরাতে আরবিসি-ইউক্রেন জানিয়েছে, শুক্রবার রাত থেকে বিভিন্ন শহর লক্ষ্য করে ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল এবং ৮৫টি শাহেদ ড্রোন নিক্ষেপ করা হয়েছে। রাশিয়ার কুরস্ক, ওরিওল, রোস্তভ অঞ্চল এবং ক্রিমিয়া থেকে এসব হামলা পরিচালিত হয়েছে।

ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করেছে, ৮৫টির মধ্যে ৬১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মাত্র একটি মিসাইল এবং ২৪টি ড্রোন আঘাত হানে, যা ১২টি এলাকায় ধ্বংসস্তুপ সৃষ্টি করেছে। হামলার ফলে কোনো হতাহতের বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।

এর আগে বৃহস্পতিবার রাতে রাশিয়া ইউক্রেনে প্রায় ১০০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৬৩টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়। বাকি হামলায় কমপক্ষে সাতজন বেসামরিক নিহত এবং ১৭ জন আহত হন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে