ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

সৌদিতে পতিতাবৃত্তির অভিযোগে ১১ প্রবাসী গ্রেপ্তার

২০২৫ আগস্ট ১৬ ২০:৩২:০১
সৌদিতে পতিতাবৃত্তির অভিযোগে ১১ প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরে পতিতাবৃত্তির অভিযোগে ১১ জন প্রবাসীকে আটক করেছে স্থানীয় পুলিশ। তবে তারা কোন দেশের নাগরিক—সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে, নাজরান শহরের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে দেহ ব্যবসায় জড়িত থাকার সন্দেহে ছয়জন পুরুষ ও পাঁচজন নারীকে গ্রেপ্তার করা হয়। যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে নাজরান পুলিশের স্পেশাল টাস্কস অ্যান্ড ডিউটিস ফোর্স, কমিউনিটি সিকিউরিটি বিভাগের মহাপরিদপ্তর এবং মানবপাচারবিরোধী ইউনিট। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, জনসাধারণের নৈতিকতা বিরোধী কার্যকলাপ এবং মানবপাচার দমনে চলমান অভিযানের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রক্ষণশীল সৌদি আরবে পতিতাবৃত্তি, অবৈধ সম্পর্ক ও মানবপাচার গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। অভিযোগ প্রমাণিত হলে কারাদণ্ড, বড় অঙ্কের জরিমানা, প্রবাসীদের ক্ষেত্রে বহিষ্কারসহ কঠোর শাস্তি দেওয়া হয়।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার মানবপাচার ও দেহ ব্যবসা প্রতিরোধে একের পর এক অভিযান চালাচ্ছে। গোপন নজরদারি, বিশেষ টাস্কফোর্সের অভিযান এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে দেশটি। নাজরানে প্রবাসী গ্রেপ্তারের ঘটনাটিও সেই উদ্যোগের ধারাবাহিকতা বলে জানিয়েছে পুলিশ।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে