ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

গুজব ও গুঞ্জন নিয়ে সেনাপ্রধানের ভাষ্য

২০২৫ আগস্ট ১৬ ১৮:২৬:৪৬
গুজব ও গুঞ্জন নিয়ে সেনাপ্রধানের ভাষ্য

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে ক্ষমতাচ্যুত করার গুঞ্জন উঠলেও তিনি তা “সম্পূর্ণ মিথ্যা” বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি ব্রাসেলসে সিনিয়র সাংবাদিক সোহেল ওয়ারাইচের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব মন্তব্য করেন।

অসীম মুনির বলেন, “দেশকে রক্ষার জন্য আল্লাহ আমাকে মনোনীত করেছেন। আমার ক্ষমতা দখলের কোনও আগ্রহ নেই। এসব গুজব সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অংশমাত্র।”তিনি আরও বলেন, “রাজনৈতিক পুনর্মিলন সম্ভব, তবে সেটি তখনই যখন সংশ্লিষ্ট সব পক্ষ আন্তরিকভাবে ক্ষমা চাইবে।”

সম্প্রতি গুজব উঠেছিল, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে পদত্যাগে বাধ্য করে অসীম মুনিরকে প্রেসিডেন্ট বানানো হতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এই গুঞ্জন “দূষিত প্রচারণা” বলে উড়িয়ে দেন।

অসীম মুনির বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক পাকিস্তানের দীর্ঘদিনের নীতি।

তিনি দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ইতিবাচক, এবং ট্রাম্প তাকে হোয়াইট হাউজে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান, যা ভারতকে অস্বস্তিতে ফেলেছে।

তিনি আরও বলেন, পাকিস্তানই প্রথম দেশ যারা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সমর্থন করেছিল। বর্তমানে আরও দেশ সেই পথ অনুসরণ করছে।

সেনাপ্রধান ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভারতের উচিত পাকিস্তানকে অস্থিতিশীল করার অপচেষ্টা বন্ধ করা।”

সাম্প্রতিক সংঘাত ‘মার্কা-ই-হক’-এ পাকিস্তানের বিজয়ের পর ভারত ছায়াযুদ্ধ বাড়িয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আফগান সরকারকে আহ্বান জানান, “তালেবানদের পাকিস্তানে ঠেলে দেওয়ার নীতি বন্ধ করতে হবে।”তিনি বলেন, “প্রতিটি পাকিস্তানির রক্ত আমাদের জন্য অমূল্য, এটি রক্ষা করাই আমাদের দায়িত্ব।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে