ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

ট্রাম্প-মেলানিয়ার পরিচয় নিয়ে বাইডেনপুত্রের নয়া বিতর্ক

২০২৫ আগস্ট ১৪ ১৩:০১:৫৩
ট্রাম্প-মেলানিয়ার পরিচয় নিয়ে বাইডেনপুত্রের নয়া বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মানহানির মামলা করার হুমকি দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হান্টার দাবি করেন, মেলানিয়া ও ডোনাল্ড ট্রাম্পের পরিচয় হয় যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের মাধ্যমে। এ মন্তব্যকে “মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক” বলে উল্লেখ করেছেন মেলানিয়া।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুতে এক সাক্ষাৎকারে হান্টার বলেন,“ট্রাম্প ও মেলানিয়ার পরিচয় হয়েছিল এপস্টেইনের মাধ্যমে, যা ট্রাম্প-এপস্টেইনের ঘনিষ্ঠতার প্রমাণ।”

এই মন্তব্যের জেরে মেলানিয়ার আইনজীবীরা হান্টারকে আইনি নোটিশ পাঠিয়ে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন, নইলে ১০০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মেলানিয়ার সহকারী নিক ক্লেমেন্স বিবিসিকে জানান—“ফার্স্ট লেডির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হচ্ছে। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

হান্টারের মন্তব্যের উৎস হিসেবে ধরানো হয়েছে লেখক মাইকেল ওলফের সমালোচনামূলক জীবনীগ্রন্থ, যেখানে অনুরূপ দাবি করা হয়েছিল। যদিও ২০১৬ সালের হার্পারস বাজার-এর এক প্রোফাইলে মেলানিয়া জানান, ট্রাম্পের সঙ্গে তার প্রথম দেখা হয় ১৯৯৮ সালে, একটি মডেলিং এজেন্সির আয়োজিত পার্টিতে।

এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে। সাম্প্রতিক সময়ে এপস্টেইন-সংশ্লিষ্ট অপ্রকাশিত নথি প্রকাশের দাবিও বাড়ছে। ট্রাম্প এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় ফিরলে এসব নথি প্রকাশ করবেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে