ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

শেষ বার্তায় যা লিখে গেলেন আনাস আল শরীফ

২০২৫ আগস্ট ১১ ১১:৫২:২৭
শেষ বার্তায় যা লিখে গেলেন আনাস আল শরীফ

নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ। মৃত্যুর আগে তিনি একটি শেষ বার্তা লিখে রেখে গিয়েছিলেন—যেটি এখন সামাজিকমাধ্যমে আলোড়ন তুলেছে।

রোববার (১০ আগস্ট) গাজার আল শিফা হাসপাতালের প্রধান ফটকের সামনে চালানো এক ইসরায়েলি বিমান হামলায় সাতজন নিহত হন, যাদের মধ্যে পাঁচজনই ছিলেন আল জাজিরার সাংবাদিক।

একসঙ্গে নিহত ৫ সাংবাদিকরা হলেন:

আনাস আল শরীফ

মোহাম্মদ কুরেইকেহ (সংবাদদাতা)

ইব্রাহিম জাহের (ক্যামেরা অপারেটর)

মোহাম্মদ নওফাল

মোয়ামেন আলিওয়া

২৮ বছর বয়সী আনাস ছিলেন আল জাজিরা আরবির একজন পরিচিত মুখ। গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলের হামলা নিয়ে সরাসরি রিপোর্ট করছিলেন তিনি। গত ৬ এপ্রিল, মৃত্যুর সম্ভাবনা আঁচ করে, তিনি একটি “শেষ বার্তা” লিখে যান—যা মৃত্যুর পর প্রকাশিত হয়েছে।

তিনি লেখেন:“আমি যন্ত্রণার প্রতিটি ক্ষুদ্র রূপ অনুভব করেছি। বারবার দুঃখ ও ক্ষতির স্বাদ পেয়েছি। তবু কখনো দ্বিধা করিনি সত্যকে যেমন আছে, তেমনই তুলে ধরতে—বিকৃতি বা ভ্রান্তি ছাড়াই।”

তিনি আরও লেখেন:“আমার একমাত্র আশা ছিল—আল্লাহ যেন সাক্ষী থাকেন তাদের প্রতি, যারা নীরব থেকেছে, যারা আমাদের হত্যাকে মেনে নিয়েছে, আর যারা আমাদের শ্বাস পর্যন্ত রুদ্ধ করেছে।”

সন্তানদের ভবিষ্যৎ দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করে আনাস বলেন:“আমার স্ত্রী বায়ান, ছেলে সালাহ আর মেয়ে শামকে রেখে হয়তো আমাকে চলে যেতে হবে। তাদের বড় হতে হয়তো আর দেখে যেতে পারব না। এ জন্য আমি গভীর দুঃখিত।”

নিজেদের পাঁচজন সাংবাদিককে একসঙ্গে হারিয়ে আল-জাজিরা এক বিবৃতিতে বলেছে:“এটি সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন, পূর্বপরিকল্পিত হামলা।”

সংস্থাটি ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধাপরাধ তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে।

এই হত্যাকাণ্ড আবারও তুলে ধরেছে—গাজার সাংবাদিকরা শুধু খবর নয়, নিজেদের জীবন বাজি রেখে সত্য তুলে ধরছেন। আর আনাস আল শরীফের এই ‘শেষ বার্তা’ এখন গাজার বেদনার প্রতীক হয়ে উঠেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে