ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫
Sharenews24

হুমকির মুখে স্বাস্থ্য ও শিক্ষা খাত

২০২৫ আগস্ট ১০ ১৭:১১:৪৩
হুমকির মুখে স্বাস্থ্য ও শিক্ষা খাত

নিজস্ব প্রতিবেদক : দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাত এখন গুরুতর হুমকির মুখে, এমন আশঙ্কাজনক চিত্র তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

রোববার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে—“অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন” শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

সিপিডি বলছে, স্বাস্থ্য ও শিক্ষা খাতের সেবার মান, নীতি বাস্তবায়ন এবং অবকাঠামোগত দুর্বলতা দেশের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতার সক্ষমতা নষ্ট করতে পারে। এতে ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চমূল্য চুকাতে হতে পারে।

প্রতিবেদনে দেশের অর্থনৈতিক ও সামাজিক খাতগুলোকে ট্র্যাফিক সিগন্যাল রঙে ভাগ করে বলা হয়:

লাল: গুরুতর উদ্বেগের খাত

হলুদ: সতর্কবার্তার খাত

সবুজ: ইতিবাচক অগ্রগতির খাত

স্বাস্থ্য খাতে কী সমস্যা?

পর্যাপ্ত সরকারি বিনিয়োগ নেই

হাসপাতালে অবকাঠামো ঘাটতি ও কর্মী সংকট

সুলভ ওষুধের অভাব

শিক্ষা খাতের দুর্বলতা

শিক্ষকের অভাব

শিখনের নিম্নমান

শহর-গ্রামের বৈষম্য

সিপিডি জানিয়েছে, রাজস্ব আহরণে বাংলাদেশ এখনো দক্ষিণ এশিয়ার পেছনের সারিতে।সরকারি ক্রয়ে সুশাসনের অভাব, আর ব্যাংকিং, জ্বালানি ও ভূমি খাতে সংস্কার চলছে ধীরগতিতে।

এছাড়া ক্রমবর্ধমান আর্থ-সামাজিক বৈষম্য সামাজিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে।

সংলাপে উপস্থিত অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন—সরকারের অবশিষ্ট সময়ে ‘লাল’ ও ‘হলুদ’ খাতগুলোকে টেকসই ‘সবুজ’ সাফল্যে রূপান্তর করতে হবে, যাতে মানব উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা একসঙ্গে নিশ্চিত হয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে