ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫
Sharenews24

বিয়েতে মার্কিন দম্পতির অভিনব পরিকল্পনায় হইচই

২০২৫ আগস্ট ১০ ১১:৩১:৪১
বিয়েতে মার্কিন দম্পতির অভিনব পরিকল্পনায় হইচই

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রচলিত রীতিনীতি থেকে সরে এসে অভিনব এক উদ্যোগ নিলেন যুক্তরাষ্ট্রের দম্পতি মার্লে জ্যাকস ও স্টিভ জে লারসন। নিজেদের বিয়ের খরচ যোগাতে তারা অতিথিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন—তাও আবার ‘টিকিট বিক্রি’র মাধ্যমে। শুধু তাই নয়, টিকিট বিক্রির পর আয় করা অর্থের বড় একটি অংশ তারা দান করেছেন একটি জনকল্যাণমূলক কাজে।

দম্পতির দাবি, আমেরিকায় বিয়ের খরচ অত্যন্ত ব্যয়বহুল। তাই তারা অতিথিদের কাছ থেকে কোনো উপহার না নিয়ে বিয়েতে যোগ দেওয়ার জন্য টিকিট চালু করেন। টিকিট ছিল দুই ধরনের:

সাধারণ টিকিট (৪,৭৫০ টাকা): এ টিকিটে অতিথিরা কেবল বিয়ের অনুষ্ঠান ও রিসেপশনে অংশ নিতে পেরেছেন, তবে কোনো খাবারের ব্যবস্থা ছিল না।

ভিআইপি টিকিট (৮৩,০০০ টাকা): এই টিকিটধারীরা চার বেলার খাবারসহ পূর্ণ আয়োজন উপভোগ করতে পেরেছেন।এই অভিনব পদ্ধতিতে তারা মোট ১ কোটি ১০ লাখ টাকারও বেশি অর্থ সংগ্রহ করতে সক্ষম হন।

এই আয়োজনের উদ্দেশ্য শুধু বিয়ের খরচ তোলা নয়। বিয়ের সমস্ত খরচ মিটিয়ে হাতে থাকা প্রায় ৮৪ লাখ টাকা তারা দান করেছেন কেনিয়ার একটি শিক্ষা-সংক্রান্ত বেসরকারি সংস্থাকে।

এই উদ্ভাবনী উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই একে “উৎসব ও মানবিকতা একসঙ্গে উদযাপন” বলে আখ্যা দিয়েছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে