ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫
Sharenews24

ট্রাম্পকে পাল্টা জবাব দিল ভারত 

২০২৫ আগস্ট ১০ ১৮:১৮:৪১
ট্রাম্পকে পাল্টা জবাব দিল ভারত 

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে সরাসরি কটাক্ষ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের দ্রুত উন্নয়নে কিছু বিশ্বশক্তি ঈর্ষান্বিত হয়ে পড়েছে।

রোববার (১০ আগস্ট) মধ্যপ্রদেশের রায়সেন জেলার উমারিয়া গ্রামে ভারত আর্থ মুভার্স লিমিটেডের (বিইএমএল) ‘ব্রহ্মা’ রেল হাবের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

রসিক ভঙ্গিতে ট্রাম্পের দিকে ইঙ্গিত করে রাজনাথ বলেন, ‘ভারতের উন্নতি কিছু মানুষের সহ্য হচ্ছে না। তারা মনে করে, তারাই সবার বস। ভারতের অগ্রযাত্রা তারা মানতে পারছে না।’

তিনি অভিযোগ করেন, ভারতীয় পণ্যের রপ্তানিতে শুল্ক বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা কঠিন করে তোলা হচ্ছে, যাতে অন্য দেশগুলো ভারতীয় পণ্য কিনতে নিরুৎসাহিত হয়।

রাজনাথ সিং আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘যেভাবে ভারত এগোচ্ছে, তাতে নিশ্চিত করে বলতে পারি—আমাদের সুপারপাওয়ার হওয়ার পথে কোনো বিশ্বশক্তিই বাধা দিতে পারবে না।’

সম্প্রতি রাশিয়া থেকে তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করেছে, যা নয়াদিল্লি 'অন্যায্য ও অযৌক্তিক' হিসেবে প্রত্যাখ্যান করেছে।

অনুষ্ঠানে রাজনাথ ‘অপারেশন সিন্ধুর’ উদাহরণ টেনে বলেন, ‘পুরোপুরি দেশীয় সরঞ্জাম ব্যবহারের ফলেই সেই অভিযান সফল হয়েছে। প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার অঙ্গীকার আমাদের আজকের অবস্থানে নিয়ে এসেছে।’

পাহালগাম হামলার প্রসঙ্গ টেনে প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভারত বিশ্বের মঙ্গল চায়, কিন্তু কেউ আমাদের উসকানি দিলে তাকে ছাড় দেওয়া হবে না।’

তিনি জানান, একসময় অস্ত্র ও সামরিক যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হতো। কিন্তু এখন ভারত নিজের প্রয়োজন মেটাচ্ছে নিজস্ব প্রযুক্তিতে—এমনকি সেগুলো বিদেশেও রপ্তানি করছে।

রাজনাথ বলেন, “এটাই নতুন ভারতের নতুন প্রতিরক্ষা শিল্প। আমরা শুধু আত্মনির্ভরই নই, রপ্তানিমুখীও।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে