ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫
Sharenews24

অপরিচিত নারীর ফ্রেন্ড রিকুয়েস্টে ক্লিক করে সর্বনাশ

২০২৫ আগস্ট ০৯ ১২:০৯:৩৫
অপরিচিত নারীর ফ্রেন্ড রিকুয়েস্টে ক্লিক করে সর্বনাশ

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে অপরিচিত এক নারীর ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ করে প্রেমের ফাঁদে পড়ে এক ৮০ বছর বয়সী বৃদ্ধ সাইবার প্রতারণার শিকার হয়েছেন। প্রায় দুই বছর ধরে ৭৩৪টি অনলাইন লেনদেনের মাধ্যমে চার নারীর ছদ্মবেশে (যারা আসলে একই ব্যক্তি হতে পারেন) তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ৯ কোটি রুপি—বাংলাদেশি মুদ্রায় যা ১২ কোটি ৪৮ লাখ টাকা।

২০২৩ সালের এপ্রিল মাসে বৃদ্ধ প্রথমে ‘শর্ভি’ নামের এক নারীর কাছে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান, যা গ্রহণ হয়নি। কিছুদিন পর একই নামের অন্য একটি অ্যাকাউন্ট থেকে তিনি ফ্রেন্ড রিকুয়েস্ট পান এবং গ্রহণ করেন। সেখান থেকে শুরু হয় কথোপকথন, যা পরে হোয়াটসঅ্যাপে গড়ায়।

'শর্ভি' নিজেকে সন্তানসহ স্বামী পরিত্যক্তা দাবি করে নানা পারিবারিক সমস্যার কথা বলে ধীরে ধীরে অর্থ চাইতে শুরু করেন। পরে ‘কবিতা’ নামে আরেক নারী হোয়াটসঅ্যাপে যুক্ত হন, নিজেকে শর্ভির বন্ধু হিসেবে পরিচয় দিয়ে বৃদ্ধের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান। এক পর্যায়ে অশ্লীল বার্তা পাঠিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় শুরু করেন।

এরপর ‘দিনাজ’ নামের এক নারী দাবি করেন, তিনি শর্ভির বোন এবং জানান শর্ভি মারা গেছেন। হাসপাতালের বিল পরিশোধের অজুহাতে অর্থ দাবি করেন এবং টাকা ফেরত চাইলে আত্মহত্যার হুমকি দেন। সর্বশেষ ‘জেসমিন’ নামে এক নারী দিনাজের বন্ধু পরিচয়ে আরও অর্থ সাহায্য চান।

২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে ৮.৭ কোটি রুপি (বাংলাদেশি প্রায় ১২.৫ কোটি টাকা) পাঠিয়ে বৃদ্ধ নিঃস্ব হয়ে পড়েন। পরে তিনি পুত্রবধূর কাছ থেকে ২ লাখ এবং ছেলের কাছ থেকে আরও ৫ লাখ টাকা ধার চান। এতে ছেলের সন্দেহ হলে সবকিছু জানতে পারেন এবং বাবাকে হাসপাতালে নিয়ে গেলে ডিমেনশিয়া ধরা পড়ে।

পরিবারের পক্ষ থেকে ২০২৫ সালের ২২ জুলাই সাইবার অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ‘শর্ভি’, ‘কবিতা’, ‘দিনাজ’ ও ‘জেসমিন’—এই চারটি চরিত্রের পেছনে ছিলেন একজনই, যিনি কৌশলে বৃদ্ধকে প্রেম ও সহানুভূতির ফাঁদে ফেলে কোটি টাকার প্রতারণা করেছেন।

পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ইন্টারনেটের এই ধরনের প্রতারণা থেকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে