ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫
Sharenews24

‘ধাক্কামারা’ চক্রের সিনেমার মতো অভিনব কান্ড !

২০২৫ আগস্ট ১০ ১৭:২৮:৫২
‘ধাক্কামারা’ চক্রের সিনেমার মতো অভিনব কান্ড !

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে কৌশলে ধাক্কা দিয়ে ব্যাগ থেকে টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—জুথী আক্তার শ্রাবন্তী ওরফে লিমা আক্তার (২২) এবং শাহনাজ বেগম (৪২)। শুক্রবার বিকেলে তেজগাঁও থানার অন্তর্গত বসুন্ধরা সিটির সপ্তম তলার লিফটের সামনে এ চুরির ঘটনা ঘটে। চিৎকার ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় দুইজনকে হাতেনাতে ধরা হলেও, তাদের সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যায়।

ভুক্তভোগী নারী জানান, তার ব্যাগ থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি হয়। চিৎকারের পর উপস্থিত নিরাপত্তাকর্মীরা দুই নারীকে আটক করে। পরে আরও দুজন নারী অভিযোগ করেন, তাদের কাছ থেকেও মোট ১ লাখ টাকা, ৪.৫ গ্রাম স্বর্ণের একটি টিকলি (মূল্য আনুমানিক ৬৪ হাজার ৫০০ টাকা) ও ১০ হাজার টাকা চুরি হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জুথী আক্তার একটি আন্তঃজেলা পকেটমার চক্রের নেত্রী। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে। তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় চুরি করা ১ লাখ ৫০ হাজার টাকা ও একটি স্বর্ণের টিকলি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা স্বীকার করেছে।

এ ঘটনায় তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে