ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

‘ক্যাসিনো থেকে বাঁচতে পারলাম না’ 

২০২৫ আগস্ট ১১ ১০:১৮:০২
‘ক্যাসিনো থেকে বাঁচতে পারলাম না’ 

নিজস্ব প্রতিবেদক : ঢাকার উপকণ্ঠ আশুলিয়ায় ক্যাসিনো ও জুয়ার কবলে পড়ে আর্থিক সংকটে পড়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহতের নাম মো. রাব্বি (২৮)। তিনি নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামের মো. ছবির আলীর ছেলে।

রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর মানিকগঞ্জ পাড়া কবরস্থান রোড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাব্বি তার স্ত্রীসহ ওই বাসায় ভাড়া থাকতেন।

নিহতের কক্ষ থেকে একটি ডায়েরি উদ্ধার করে পুলিশ। সেখানে লেখা ছিল:"অনেক চেষ্টা করেছি, ক্যাসিনো থেকে বাঁচতে পারলাম না। ক্যাসিনোতে জীবন শেষ, ক্যাসিনো ধ্বংস, ক্যাসিনো মৃত্যু— তাই যুব সমাজ সাবধান।"

ডায়েরির অন্যান্য অংশেও ক্যাসিনো ও জুয়ার ফাঁদে পড়া এবং ব্যক্তিগত হতাশার নানা বিষয় উল্লেখ রয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী জানান,"খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, রাব্বি জুয়া ও মাদকাসক্তিতে জড়িয়ে পড়েছিলেন এবং এতে আর্থিক সংকটে পড়েন।"

নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

রাব্বির লেখা চিরকুট থেকে স্পষ্ট, কীভাবে জুয়া এবং আসক্তি একজন যুবকের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এটি সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে