ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫
Sharenews24

চাদের সাবেক প্রধানমন্ত্রীকে ঘিরে নাটকীয় মোড়

২০২৫ আগস্ট ১০ ১২:২৩:৪১
চাদের সাবেক প্রধানমন্ত্রীকে ঘিরে নাটকীয় মোড়

নিজস্ব প্রতিবেদক : আফ্রিকার দেশ চাদের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা সুচেস মাসরাকে বর্ণবাদী ও বিদেশি-বিদ্বেষমূলক বার্তা ছড়িয়ে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার রাজধানী এন’জামেনায় এই রায় ঘোষণা করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, মাসরার আইনজীবী কাদজিলেম্বে ফ্রান্সিস রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, “মাসরা লাঞ্ছনা ও অমর্যাদার শিকার হয়েছেন।”

মাসরা গত বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ট্রান্সফরমার্স দলের নেতা এবং বর্তমান প্রেসিডেন্ট মাহামাত ডেবির কট্টর সমালোচক।

অভিযোগে বলা হয়, মাসরা ও তাঁর সঙ্গে থাকা ৬৭ জন আসামি—যাদের বেশিরভাগই নাগামবায়ে জাতিগোষ্ঠীর—গত মে মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লোগোন অক্সিডেন্টালে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন। ওই সংঘর্ষে ৩৫ জন নিহত এবং ৬ জন আহত হন।

মাসরা অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কোনো ঘৃণাবাদী বক্তব্য বা সহিংসতা উসকে দেওয়ার সঙ্গে জড়িত নন। আদালত কক্ষে বের হওয়ার সময় তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, “মনোবল শক্ত রাখো।” তার দল বিশেষ বার্তা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।

নাগামবায়ে জাতিগোষ্ঠী দক্ষিণাঞ্চলের প্রধানত খ্রিস্টান ও প্রাণবাদী জনগোষ্ঠীর মধ্যে জনপ্রিয়। তারা মনে করেন, রাজধানী এন’জামেনার মুসলিম-প্রধান শাসকগোষ্ঠী তাদের দীর্ঘদিন অবহেলা করছে।

২০২২ সালে রক্তক্ষয়ী দমনপীড়নের পর মাসরা দেশ ত্যাগ করেন। ২০২৪ সালে সাধারণ ক্ষমার চুক্তির মাধ্যমে দেশে ফিরে প্রেসিডেন্ট নির্বাচনে মাহামাত ডেবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও ডেবি ৬১ শতাংশ ভোটে জয়ী হন, মাসরা ফলাফল প্রত্যাখ্যান করে কারচুপির অভিযোগ তোলেন। পরে সমঝোতা চুক্তির মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হন।

মাসরা দীর্ঘদিন ধরে সামরিক সরকারের কঠোর বিরোধিতা করে আসছেন। ২০২১ সালের এপ্রিল মাসে তৎকালীন প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি ইতনোর মৃত্যু ও সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর মাহামাত ডেবি ক্ষমতায় আসেন। তিনি চলতি বছরের শুরুর দিকে সংসদ নির্বাচন আয়োজন করেন, যা মাসরা ও তার দল বয়কট করে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে