ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে টানা পতনের মাঝে ঊর্ধ্বমুখী রূপান্তরের লক্ষণ স্পষ্ট 

২০২৫ আগস্ট ১০ ১৫:৫৬:৫৬
শেয়ারবাজারে টানা পতনের মাঝে ঊর্ধ্বমুখী রূপান্তরের লক্ষণ স্পষ্ট 

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে টানা চার কর্মদিবস ধরে পতনের ধারা অব্যাহত রয়েছে। এই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১৮৫ পয়েন্ট কমেছে, যার মধ্যে আজ সূচক ৫৭ পয়েন্ট এবং গতকাল ৬৩ পয়েন্ট পতন দেখা গেছে। তবুও বাজার বিশ্লেষকরা এটিকে স্বাভাবিক সংশোধন হিসেবে দেখছেন। তারা বলছেন, সাম্প্রতিক সময়ে বাজার যত দ্রুত বেড়েছে, পতন তার চেয়ে ধীরে ঘটছে, যা বাজারের স্বাভাবিক ওঠা-নামার অংশ।

তথ্য থেকে জানা গেছে, ৪ আগস্ট থেকে আজ পর্যন্ত চার কর্মদিবসে সূচক কমেছে ১৮৫ পয়েন্ট। এর আগে ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত মাত্র তিন কর্মদিবসে সূচক ২৩৭.৬৭ পয়েন্ট বেড়েছিল। এছাড়া ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত টানা আট কর্মদিবসে সূচক ৩৩০ পয়েন্টের বেশি বৃদ্ধি পায়। যদিও ২৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত তিন কর্মদিবসে সূচক সাড়ে ৯৩ পয়েন্ট কমে। অর্থাৎ মোট ১১ কর্মদিবসে সূচক বেড়েছে প্রায় সাড়ে ৫৬৭ পয়েন্ট, যা ৭ কর্মদিবসে ২৭৮ পয়েন্টের পতনের চেয়ে দ্বিগুণেরও বেশি। বাজার বিশ্লেষকদের মতে, বাজারের কাংখিত সংশোধন প্রায় শেষ এবং খুব শিগগিরই বাজার পুনরায় ঊর্ধ্বমুখী হয়ে উঠতে পারে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজার এখন অনেক ম্যাচুউরড। আর বিনিয়োগকারীরাও আগের চেয়ে এখন বেশি স্থিতিশীল। আগে যেমন সামান্য পতনেই সিংহভাগ কোম্পানির পতন দেখা যেতো, এখন বড় পতনেও সে রকম পতন দেখা যায় না। কারণ বাজারের আচরণ এখন অনেক বেশি যৌক্তিক।

রোববারের বাজার পর্যালোচনা

আজ (১০ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫১ পয়েন্টে অবস্থান করেছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস ৮.০৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩১.০৫ পয়েন্ট কমে ২ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে মোট ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে, যার মধ্যে ১০৯টির দর বেড়েছে, ২৪৭টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।

মোট লেনদেন হয়েছে ৭৬০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার, যা গত কর্মদিবসের ৭০৬ কোটি ৪০ লাখ টাকার তুলনায় ৫৪ কোটি ২৩ লাখ টাকা বেশি।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২৫ কোটি ১৬ লাখ টাকার থেকে কিছুটা বেশি।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২২টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টির শেয়ারের দর বাড়লেও ১৪০টির দর কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭১.৪৬ পয়েন্ট কমে ১৫ হাজার ২১.৫৬ পয়েন্টে এসে ঠেকেছে, যা আগের দিনের ১৮৬.৩৩ পয়েন্ট পতনের সামান্য উন্নতি।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে